চকরিয়ায় এসি ল্যান্ড এর সাথে সনাকের মতবিনিময় সভা

36

কক্সবাজারের চকরিয়ায় সদ্য যোগদানকৃত সহকারী কমিশনার (ভূমি) তানভীর হোসন এর সাথে সনাক প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার বিকাল ৪টায় উপজেলা ভ‚মি অফিসে এসি ল্যান্ড এর কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সৌজন্য সাক্ষাতের শুরুতেই নবাগত সহকারী কশিনার (ভ‚মি) কে সনাকের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানানো হয়। পরে উপজেলায় সহকারী কমিশনার (ভ‚মি) তানভীর হোসেন এর সভাপতিত্বে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সনাক প্রতিনিধি দলের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সনাক সভাপতি অধ্যাপক এ কে এম. শাহাবু্িদ্দন, সহ-সভাপতি বুলবুল জান্নাত শাহীন, চকরিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সনাক সদস্য সাংবাদিক এম আর মাহমুদ, সনাক সদস্য যথাক্রমে হুরে জান্নাত মিলি, জিয়া উদ্দিন, টিআইবির এরিয়া ম্যানেজার এ জি এম জাহাঙ্গীর আলম, এসিস্টেন্ট ম্যানেজার মিটন বনিক বাবু ও ইয়েস সহ-দলনেতা আরমান মাহমুদ। মতবিনিময় সভায় সনাক সদস্যরা অভিমত ব্যক্ত করে বলেন, চকরিয়া উপজেলা ভ‚মি অফিসকে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও দুর্নীতিমুক্ত রাখতে ইতিপূর্বে গৃহীত বিভিন্ন জনবান্ধব পদক্ষেপ আরো গতিশীল করতে হবে। এছাড়া সরকারের নির্ধারিত ফি’তে সেবা প্রদান, সেবা গ্রহীতাদের নিয়ে নিয়মিত গণশুনানীর আয়োজন, দালালদের দৌরাত্ম বন্ধে স্থাপিত সিসি ক্যামেরায় অফিসের আগত সেবাগ্রহীতাদের গতিবিধি পর্যবেক্ষণ, কোন নারী সেবা নিতে আসলে অগ্রাধিকার ভিত্তিতে সেবা প্রদান, অফিস চলাকালীন সময়ে সার্বক্ষণিক হেল্প ডেস্ক সচল রাখা এবং উপজেলা ভ‚মি অফিসে গৃহিত জনবান্ধব নানা পদক্ষেপ (সেবা ও সেবার মূল্য সম্পর্কীত তথ্যবোর্ড, অভিযোগ ও পরামর্শ বাক্স স্থাপন, গণশুনানী আয়োজন ইত্যাদি) ইউনিয়ন ভ‚মি অফিস পর্যন্ত সম্প্রসারিত করার অনুরোধ জানানো হয়। মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) তানভীর হোসেন বলেন, ভ‚মি অফিসকে জনবান্ধব করতে ইতিপূর্বে গৃহিত সব পদক্ষেপ এগিয়ে নেয়ার পাশাপাশি উপজেলায় ভ‚মি সেবাকে আরো গতিশীল করার জন্য প্রয়োজনীয় সব ধরণের উদ্যোগ নেওয়া হবে। সরকার নির্ধারিত ফি দিয়ে দালালমুক্ত সেবা প্রদানই হবে ভুমি অফিসের প্রধান কাজ। প্রকৃত ভ‚মি মালিকগন যাতে কোন ধরনের হয়রানীর স্বীকার না হয় সেদিকে বিশেষ নজর দেওয়া হবে। সভায় সনাকসহ চকরিয়ার সকল শ্রেণি পেশার জনগনের সহযোগিতা কামনা করেন এসি ল্যান্ড তানভীর হোসেন।