চকরিয়ায় ইটভাটাকে ৩০ হাজার টাকা জরিমানা

40

সরকারের নীতিমালার তোয়াক্কা না করে জ্বালানি কাঠ দিয়ে ইট পোড়ানোর দায়ে চকরিয়ায় একটি ইট ভাটা মালিককে অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খোন্দকার মো. ইখতিয়ার উদ্দিন আরাফাতের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বুধবার সন্ধ্যায় উপজেলার হারবাং ইউনিয়নের উত্তর হারবাং এলাকায় স্থাপিত জনৈক নওশেদ আলমের মালিকানাধীন একটি ইটভাটায় এ অভিযান চালায়। এ সময় ওই ইটভাটা মালিকের কাছ থেকে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। চকরিয়া ভূমি অফিসের অফিস সহকারী তপন কান্তি পাল বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খোন্দকার মো. ইখতিয়ার উদ্দিন আরাফাত বলেন, সরকারের নীতিমালার তোয়াক্কা না করে চকরিয়ার উত্তর হারবাং এলাকার একটি ইট ভাটায় জ্বালানি কাঠ দিয়ে ইট পোড়ানোর খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। এ সময় ইটভাটায় বিপুল পরিমাণ জ্বালানি কাঠ মজুদ পাওয়ায় ওই ভাটা মালিকের কাছ থেকে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পুনরায় যাতে জ্বালানি কাঠ দিয়ে ইট পোড়ানো না হয় সে ব্যাপারে ভাটা কর্তৃপক্ষকে সতর্ক করা হয় বলেও জানান তিনি।