চকরিয়ায় অবৈধ বালু মহালের ৪ ড্রেজারমেশিন জব্দ

22

কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের একটি বালু মহালে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৪টি ড্রেজার মেশিন জব্দ করে তা নষ্ট করা হয়। বুধবার দুপুরে চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর হোসেন এ অভিযান পরিচালনা করেন। এ সময় বনবিভাগের লোকজন ও থানা পুলিশ অভিযানে অংশ নেয়। অভিযানের খবর পেয়ে বালু উত্তোলনকারীরা আগেভাগে পালিয়ে যাওয়ায় সময় ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. তানভীর হোসেন বলেন, উপজেলার খুটাখালী ইউনিয়নে বনবিভাগের জায়গায় ঝিরির দু’পাশে গাছপালা ও পাহাড় কেটে ছড়ার মধ্যে ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুদ্দীন মোহাম্মদ শিবলী নোমানের নির্দেশে বুধবার দুপুরে ওই এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। এ সময় ৪টি ড্রেজার মেশিন জব্দ করে পরে তা নষ্ট করা হয়। অভিযানের খবর পেয়ে বালু উত্তোলনকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। ভবিষ্যতে এসব অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। অভিযানের সময় পুলিশ ও বন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।