চকরিয়ার ফাঁসিয়াখালী ইউপির উপ-নির্বাচনে প্রতীক বরাদ্দ

32

কক্সবাজারের চকরিয়ায় আগামী ২৫ জুলাই উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে ও কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ওই নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতার লক্ষ্যে ফাঁসিয়াখালীতে চেয়ারম্যান পদে ৮জন প্রার্থী ও কৈয়ারবিলে ইউপি সদস্য পদে ৪ প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন। যাচাই-বাছাইয়ে সকলের প্রার্থিতা বহাল এবং প্রত্যাহারের শেষদিনে কোন প্রার্থী প্রত্যাহার না করায় ১০ জুলাই (বুধবার) প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতীক পাওয়া প্রার্থীরা হলেন- আওয়ামী লীগের নৌকা প্রতীকে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী, আনারস প্রতীক পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী ওয়ার্কার্স পাটির কক্সবাজার জেলার সাধারণ সম্পাদক মাঈনউদ্দিন হাসান শাহেদ, মোটর সাইকেল প্রতীক পেয়েছেন মো. ফরিদুল আলম, ঘোড়া প্রতীক পেয়েছেন যুলীগের মো. নাজমুল হাসান, রজনী গন্ধা প্রতীক পেয়েছেন হাসনাত মোহাম্মদ ইউসুফ, টেলিফোন প্রতীক পেয়েছেন রফিক আহমদ, চশমা প্রতীক পেয়েছেন রিদুয়ানুল হক, রিক্সা প্রতীক পেয়েছেন মো.ইখতিয়ার উদ্দিন।
অপরদিকে কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের উপ-নির্বাচনে ইউপি সদস্য পদে প্রতীক পাওয়া ৪ প্রার্থীরা হলেন- নুরুল ইসলাম (মোরগ), মো.সাইফুল ইসলাম (ফুটবল), নাছির উদ্দিন (তালা) ও মো.মনছুর আলম (টিউবওয়েল)।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন বলেন, ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদে উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে ৮ প্রার্থী ও কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের উপ-নির্বাচনে ৪ সদস্য পদের প্রার্থীদের মাঝে ১০ জুলাই প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। নির্বাচন অবাধ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।