চকরিয়ার গ্রামকে পর্যায়ক্রমে শহরে রূপান্তরিত করা হবে

59

কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের নবনির্বাচিত সাংসদ জাফর আলম বলেছেন, চকরিয়া-পেকুয়ার উন্নয়নের রূপরেখার ঘোষণা ছিল আমার নির্বাচনী ইশতেহারে। সেই রূপরেখা অনুযায়ী ইতিমধ্যে আমি কাজ শুরু করে দিয়েছি। স্বাধীনতা পরবর্তী দীর্ঘ ৪৫ বছর পর চকরিয়া-পেকুয়ার জনগণ আমাকে সাংসদ নির্বাচিত করে এই আসনটি আওয়ামী লীগ তথা প্রধানমন্ত্রীকে উপহার দিয়েছেন। আমি এর প্রতিদান দিতে চাই উন্নয়নের মাধ্যমে। আমি মহাজোট থেকে মনোনয়ন পেয়ে নির্বাচিত হলেও সকল দলের মানুষের এমপি হিসেবে থাকতে চাই। চকরিয়ার প্রত্যন্ত এলাকার অবহেলিত গ্রামকে আগামী ৫ বছরের মধ্যে শহরে রূপান্তর করা হবে। দলীয় নেতা-কর্মীদের শৃঙ্খলা ও নৈতিকতা বজায় রেখে চলার পরামর্শ দিয়ে সাংসদ জাফর আলম বলেন, বিরোধী জোটের নেতাকর্মীদের প্রতি কোন ধরনের প্রতিহিংসা দেখানো যাবেনা। গতকাল শনিবার দুপুরে চকরিয়া উপজেলার চিরিংগা ইউনিয়নের চরণদ্বীপ ভুমিহীন উপকূলীয় উচ্চ বিদ্যালয়ের নবীন বরণ ও গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চরনদ্বীপ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও চিরিংগা ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত নবীন বরণ ও সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফাঁসিয়াখালী ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন চৌধুরী, চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) সাফিয়া বেগম শম্পা, জেলা আওয়ামী লীগের সদস্য আমিনুর রশিদ দুলাল, জেলা পরিষদ সদস্য ও চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু, চরণদ্বীপ ভুমিহীন উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ফোরকানুল ইসলাম, চরণদ্বীপ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালেহ উদ্দিন ও আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমু প্রমুখ।