চকরিয়ার ইউএনও ও শিক্ষা কর্মকর্তা কক্সবাজারে শ্রেষ্ঠ

35

শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০১৯ বাছাই প্রতিযোগিতায় কক্সবাজারের আট উপজেলার মধ্যে শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হয়েছেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান এবং শ্রেষ্ঠ প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নির্বাচিত হয়েছেন চকরিয়া উপজেলার গুলশান আক্তার। জাতীয় প্রাথমিক শিক্ষা পদক বাছাই কমিটির সভাপতি ও কক্সবাজার জেলা প্রশাসক মো.কামাল হোসেন এবং বাছাই কমিটির সদস্য সচিব কক্সবাজার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শফিউল আলম গত ২৮ ডিসেম্বর এ দুইজনকে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ মনোনীত করে প্রজ্ঞাপন জারি করেছেন। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন বাছাই কমিটির অন্যতম সদস্য কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো.আমিন আল পারভেজ।
শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান জেলার শ্রেষ্ঠ ইউএনও এবং চকরিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গুলশান আক্তার জেলার শ্রেষ্ঠ প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সাংসদ ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলম, চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী ও চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী। এ ছাড়া আরও অভিনন্দন জানিয়েছেন চকরিয়া উপজেলা প্রশাসনের সকল বিভাগের কর্মকর্তা-কর্মচারী, উপজেলার ১৪৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল প্রধান শিক্ষক, সহকারি শিক্ষক, সকল প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা (এসএমসি) কমিটি এবং চকরিয়া প্রেসক্লাব নেতৃবৃন্দ।