চকবাজারে সুপারশপের নামে অবৈধ কাঁচাবাজার

154

স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইনে উল্লেখ রয়েছে সিটি কর্পোরেশন প্রদত্ত লাইসেন্স এবং শর্ত ব্যতিত কর্পোরেশন এলাকায় কোনো ধরনের বেসরকারি বাজার প্রতিষ্ঠা অথবা রক্ষণাবেক্ষণ করা যাবে না। আইনে নিষেধ থাকা সত্ত্বেও নগরীর চকবাজার এলাকায় সুপারশপের নামে কাঁচা বাজার বসিয়েছে শেঠ প্রপার্টিজ লিমিটেড। এদিকে শীঘ্রই এ অবৈধ কাঁচা বাজারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।
জানা যায় গত মাসে যাত্রা শুরু করে শেঠ প্রপার্টিজের ‘চকবাজার সুপারশপ’। সরেজমিনে গিয়ে দেখা যায়, কথিত এ সুপারশপের নিচতলায় ৪০টির অধিক দোকান রয়েছে। দোকানিরা নির্দিষ্ট অংকের সেলামি দিয়ে দৈনিক ও মাসিক ভাড়ায় ব্যবসা করছেন। এছাড়াও দ্বিতীয় তলায় রয়েছে সবজির দোকান। সেখানেও প্রায় একই সংখ্যক দোকান রয়েছে। শামসু নামের এক সবজি বিক্রেতা দৈনিক পূর্বদেশকে বলেন, ৭০ হাজার টাকা অগ্রিম দিয়ে দোকান নিয়েছি। এছাড়া প্রতিদিন ৭শ টাকার ভাড়া দিতে হয়। তিনবছরের চুক্তিতে নেওয়া দোকানে প্রতিবছর ১০ শতাংশ করে ভাড়া বৃদ্ধি করা হবে। এ দোকানি আরও জানান, এই মার্কেটে দৈনিক সর্বনিম্ন ৫শ থেকে সর্বোচ্চ ১ হাজার টাকা পর্যন্ত ভাড়ার দোকান রয়েছে। তবে মুদি ও অন্যান্য দোকানগুলো মাসিক ভাড়ার ভিত্তিতে দেওয়া হয়েছে বলে জানান তিনি।
সরেজমিনে আরও দেখা যায়, এখনও সবগুলো দোকান ভাড়া হয়নি। খালি দোকানগুলোতে ‘ফর রেন্ট’ স্টিকার লাগানো হয়েছে। শেঠ প্রপার্টিজের সিনিয়র এক্সিকিউটিভ টিটু পূর্বদেশকে জানান, কাঁচা বাজারটিতে ১শ’র মত দোকান রয়েছে। বেশিরভাগই ভাড়া হয়ে গেছে। বাকিগুলোরও ভাড়া হয়ে যাবে।
চসিক সূত্রে জানা গেছে, গত ১৪ জানুয়ারি সিটি কর্পোরেশনের কাছে কেবি আমান আলী সড়কের নালায় নিজস্ব অর্থায়নে ¯েøপ বসানোর অনুমিত চায় শেঠ প্রপার্টিজ লিমিটেড। সে আবেদনের প্রেক্ষিতে সরেজমিনে যাচাই করতে গিয়ে সিটি কর্পোরেশনের প্রতিনিধি দল জানতে পারে, নামে চকবাজার সুপারশপ হলেও মূলত এটি একটি কাঁচা বাজার। বেসরকারি বাজার বসানো নিয়ে আইনে নিষেধ থাকায় ¯েøপ বসানোর অনুমতি দেয়নি সিটি কর্পোরেশন।
এ বিষয়ে সিটি কর্পোরেশনের এস্টেট অফিসার এখলাছুর রহমান পূর্বদেশকে বলেন, তারা আইন ভঙ্গ করে সুপারশপের নামে কাঁচা বাজার বসিয়েছেন। যা সিটি কর্পোরেশনের আইনে নিষেধ রয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
শেঠ প্রপার্টিজের ব্যবস্থাপনা পরিচালক সোলায়মান আলম শেঠ কাঁচা বাজার বসানোর কথা স্বীকার করে পূর্বদেশকে মুঠোফোনে বলেন, দেশে এখন সবকিছু আধুনিক হচ্ছে। তাই আমরাও আধুনিক কাঁচা বাজার করেছি। এতে আমাদের তেমন লাভ নেই। যদি সিটি কর্পোরেশন মনে করে, এ বাজার অবৈধ তাহলে বন্ধ করে দিব।
এ প্রসঙ্গে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, সুপারশপের নামে অবৈধভাবে কেউ কাঁচা বাজার বসাতে পারেন না। খোঁজ নিয়ে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।