চকবাজারে সন্ত্রাস,জঙ্গিবাদ দুর্নীতি বিরোধী সমাবেশ

54

শুধুমাত্র সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর না করে নগরবাসীকে স্বনির্ভর হয়ে মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহবান জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ.জ.ম. নাছির উদ্দীন। তিনি আরো বলেন প্রত্যেকেই নিজ নিজ অবস্থানে ঠিক থাকলে সমাজ থেকে মাদক নিরাময় সম্ভব। এক্ষেত্রে মাদকাসক্তদের প্রথমেই পরিবার থেকে, সমাজ থেকে সচেতন করতে হবে। তিনি গত রোববার দুপুরে চকবাজার আনিকা কমিউনিটি সেন্টারে মাদক, সন্ত্রাস,জঙ্গিবাদ ও দুর্নীতি বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
চকবাজার ওয়ার্ড আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন কাউন্সিলর সাইয়েদ গোলাম হায়দার মিন্টু। সভায় চসিক আইন শৃংখলা স্ট্যান্ডিং কমিটির সভাপতি কাউন্সিলর এইচ.এম. সোহেল, নিবার্হী ম্যাজিষ্ট্রেট আফিয়া আকতার ,স্পেশাল ম্যাজিষ্ট্রেট জাহানারা ফেরদৌস,মাদক অধিদপ্তরের সহকারী পরিচালক এমদাদুল ইসলাম ও ভারপ্রাপ্ত কর্মকর্তা(তদন্ত) রিয়াজ উদ্দীন বিশেষ অতিথির বক্তব্য রাখেন। স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে আনসারুল হক, আবদুর রহমান মোজাহেরুল ইসলাম,আবুল কালাম আজাদ, এড. নোমান চৌধুরী, এ.কে.এম. আনিসুজ্জামান, কাপাসগোলা সিটি কর্পোরেশনের বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলাউদ্দিন ,কাতালগঞ্জ প্রাইমারী বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন মল্লিক, মোহাম্মদ ইউসুফ, আবু সাইদ সেলিম,হাজী সেলিম রহমান,মোহাম্মদ মহিউদ্দিনও কায়সার আহমদ প্রমুখ বক্তব্যে রাখেন। বিজ্ঞপ্তি