চউকে ভূমি হস্তান্তর ফি কমানোর দাবি ক্যাবের

59

চট্টগ্রাম উন্নয় কর্তৃপক্ষের (চউক) আওতাধীন আবাসিক এলাকাসমূহে ভূমির মালিকানা হস্তান্তরের অতিরিক্ত ফি নির্ধারণের কারণে ভূমির হস্তান্তর, জমির রেজিস্ট্রেশনসহ অন্যান্য জটিলতায় একদিকে সরকার রাজস্ব হারাচ্ছে, সিডিএ’র আওতাভুক্ত আবাসিক এলাকাসমূহে জমি বিক্রি, হস্তান্তর কমে গেছে। অনেকে প্রয়োজনে জমি কিনলেও জমির রেজিস্ট্রেশন সময়মতো করাচ্ছেন না। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে সিডিএ এর আওতাভুক্ত আবাসিক এলাকা সমূহে ভূমি হস্তান্তর ফি কমানানোর দাবি জানিয়েছে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চট্টগ্রাম। এক বিবৃতিতে ক্যাব কেন্দ্রিয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন, চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক কাজী ইকবাল বাহার ছাবেরী, মহানগরের সভাপতি জেসমিন সুলতানা পারু, সাধারণ সম্পাদক অজয় মিত্র শংকু, যুগ্ম সম্পাদক তৌহিদুল ইসলাম, দক্ষিণ জেলা সভাপতি আবদুল মান্নান, যুব গ্রুপের সভাপতি চৌধুরী কে এনএম রিয়াদ ও সম্পাদক নিপা দাস প্রমুখ উপরোক্ত দাবি জানান। বিজ্ঞপ্তি