ঘুড়ির কথা

94

আমি হলাম লালচে রঙের ছোট্ট একটা ঘুড়ি
নেচে নেচে ঘুরে ঘুরে নীল আকাশে উড়ি
মাঝ মাঝে গোত্তা খেয়ে এদিক ওদিক তাকাই
অন্য ঘুড়ি তেড়ে এলে চোখ দুটোকে পাকাই।

লেজটা আমার লম্বা সরু ওড়ে আঁকাবাঁকা
টুকরো রঙিন কাগজ দিয়ে নকশাতে তা ঢাকা
আমার সাথি খোকনসোনা হাতে থাকে নাটাই
খোকার সাথে সখ্য আমার সময়গুলো কাটাই।

ইচ্ছে করে পাখির মতো ডানা মেলে উড়ে
যাই হারিয়ে মাঠ পেরিয়ে দূরে বহু দূরে
কিন্তু আমার চলাফেরা খোকার মনের সাথে
আকাশ জুড়ে উড়ে বেড়াই সুতো খোকার হাতে।

মনে আমার জমে আছে অনেক অনেক কথা
খোকার হাতে বন্দি আমি নেইতো স্বাধীনতা।