ঘুষের টাকাসহ গ্রেপ্তার কর্মকর্তা ফের রিমান্ডে

46

চট্টগ্রাম কাস্টম হাউজ থেকে ছয় লাখ টাকাসহ গ্রেপ্তার হওয়া রাজস্ব কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য আবারও একদিনের রিমান্ডে পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম মহানগর হাকিম শফি উদ্দিন রাজস্ব কর্মকর্তা নাজিম উদ্দিনকে জিজ্ঞাসাবাদের জন্য একদিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন।
চট্টগ্রাম নগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) কাজী শাহাবুদ্দিন আহমেদ বলেন, দুদকের তদন্তকারী কর্মকর্তা জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছিলেন। শুনানি শেষে আদালত একদিন মঞ্জুর করেছেন।
উল্লেখ্য, গত ১০ জানুয়ারি বিকালে চট্টগ্রাম কাস্টম হাউজে অভিযান চালায় দুদকের সমন্বিত টিম। এ সময় কাস্টমের স্টাফ শাখায় দায়িত্বরত রাজস্ব কর্মকর্তা (প্রশাসন) নাজিম উদ্দিনের অফিস কক্ষের আলমিরায় তল্লাশি করে নগদ ৬ লাখ টাকা পাওয়া যায়। এর পরে নাজিম উদ্দিনকে গ্রেফতারের পাশাপাশি তার বিরুদ্ধে বন্দর থানায় একটি মামলা দায়ের করা হয়। গ্রেফতারের পর নাজিম উদ্দিনকে সাময়িক বরখান্ত করে কাস্টম কর্তৃপক্ষ। গত ১৬ জানুয়ারি নাজিম উদ্দিনকে প্রথম দফায় একদিনের রিমান্ডে নেয় দুদক।