ঘুমধুমে ছুরিকাঘাতে নিহত ১

52

উখিয়ার পার্শ্ববর্তী নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু এলাকায় ইয়াবা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে তুমব্রু ভাঁজাবনিয়া এলাকার জমির হোসেনের ছেলে ফরিদ আলম (৩০) নিহত হয়েছেন। গতকাল সোমবার সকাল ১০ টার দিকে তুমব্রু উত্তর পাড়া জাগির হোসেনের দোকানের সামনে প্রকাশ্যেই এ হত্যাকান্ডের ঘটনাটি ঘটে।
সরেজমিনে ঘটনাস্থল ঘুরে জানা যায়, দীর্ঘ ২০ দিন ধরে তুমব্রু উত্তরপাড়া জাফর আলমের ছেলে আবুল কালাম (৩২) ও ফরিদ আলমের মধ্যে ব্যবসায়িক বিরোধ চলে আসছিল। এ কারণে একাধিকবার তাদের সাথে অপ্রীতিকর ঘটনাও ঘটে।
এই ঘটনার ধারাবাহিকতায় ফরিদকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। তবে কেউ এই বিষয়ে মুখ না খুললেও ইয়াবা সংক্রান্ত বিরোধ বলে নাম প্রকাশ না করার শর্তে একাধিক ব্যক্তি জানান।
জানতে চাইলে ঘুমধুম পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইমন চৌধুরী জানান, পাওনা টাকা চাইতে গেলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আবুল কালাম তার কাছে থাকা ধারালো ছুরি দিয়ে উপর্যুপরি ছুরিকাঘাত করলে ফরিদ আলম ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।