ঘাত-প্রতিঘাত মানসিক শক্তি দিয়ে রুখতে হবে

22

মানুষের জীবনে নানাভাবে ঘাত-প্রতিঘাত নেমে আসে। তা মানসিক শক্তি ও সাহস দিয়ে মোকাবিলা করতে হয়। চলমান এই দুঃসময়ে যখন মানুষের প্রতিটি মুহুর্ত আতঙ্কে কাটছে, তখন শিশু-কিশোর থেকে যুবক-বৃদ্ধ সবাইকে আতঙ্ক থেকে বের করে আনতে সামাজিক যোগাযোগ মাধ্যম ইতিবাচক ভূমিকা রাখছে। এই মাধ্যমকে সময়োপযোগী কাজে লাগাচ্ছে দেশের আবৃত্তিশিল্পী ও কর্মীরা।
দেশের অন্যতম আবৃত্তি ও মনন চর্চার সংগঠন উচ্চারক আবৃত্তি কুঞ্জের ফেইসবুক অনলাইন আয়োজন ‘অন্তঃপুর নিকট-দূর’ অনুষ্ঠানের সপ্তম পর্বে অতিথি আলোচকের বক্তব্য রাখতে গিয়ে কথাগুলো বলেছেন সংস্কৃতিকর্মী ও সংগঠক, উচ্চারকের শুভানুধ্যায়ী পরিষদ সদস্য সজল চৌধুরী। অনুষ্ঠানটি গত ২৫ জুলাই শুক্রবার বিকাল ৫টায় উচ্চারকের ফেইসবুক পেইজ থেকে অনলাইনে অনুষ্ঠিত ও প্রচারিত হয়। উচ্চারকের প্রতিষ্ঠাতা সভাপতি আবৃত্তিশিল্পী ও সাংবাদিক ফারুক তাহেরের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে কথামালায় অংশ নেন অতিথি আলোচক ও আমন্ত্রিত আবৃত্তিশিল্পীরা। এরপর আবৃত্তি করেন উচ্চারক সদস্য সূহোর্ত সঞ্জীব। তিনি শুরু করেন কবি সৈয়দ শামসুল হকের আমার পরিচয় কবিতাটি দিয়ে। এরপর আমন্ত্রিত আবৃত্তিশিল্পী প্রমিতি সাংস্কৃতিক প্রাঙ্গনের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জুয়েল আবৃত্তি করেন কবি রবিশংকর মৈত্রীর কবিতা মানুষের জন্য ফুটনোট কবিতাটি। বিজ্ঞপ্তি