ঘর না বাঁধার গল্পে অর্ষা

100

পাঁচ বছর পর দেশে ফিরেছে রুদ্র। চেনা রাস্তা আর চেনা পরিবেশে হাঁটতে গিয়ে ফেলে আসা দিনগুলোর কথা খুব মনে পড়ে তার। হঠাৎ অবন্তিকার সঙ্গে দেখা হয়। একসময় তারা একে অপরকে ভালোবাসতো। কিন্তু রুদ্র তো আর ঘর বাঁধার মানুষ না। ফটোগ্রাফিকে সঙ্গী করে ঘুরে বেড়ায় পাহাড়, সমুদ্র কিংবা সবুজ ছড়ানো পথে পথে।
এদিকে রুদ্রর সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হওয়ার কথা ছিল পৃথার। সে হচ্ছে রুদ্রর ছোট খালার মেয়ে। পারিবারিকভাবে সম্পর্ক থাকায় পৃথা ও রুদ্র সবসময় একসঙ্গে চলাফেরা করেছে। এর ফাঁকে পৃথা মনের অজান্তে রুদ্রকে ভালোবেসে ফেলে। একদিন অবন্তিকা ও পৃথার জন্য একটি চিঠি লিখে যায় রুদ্র। কী লেখা থাকে এতে? চিঠিটি পাওয়া যাবে ‘বুক পকেটের গল্প’ নামের একটি নাটকে। এতে রুদ্র চরিত্রে অপূর্ব, অবন্তিকার ভূমিকায় নাজিয়া হক অর্ষা ও পৃথা হিসেবে আছেন নুসরাত জান্নাত রুহী। স¤প্রতি রাজধানীর উত্তরায় নাটকটির শুটিং শেষ করেছেন এর নির্মাতা রাইসুল তমাল। সৈয়দ ইকবালের চিত্রনাট্যে আগামী ২৯ ডিসেম্বর রাত ৯টায় এনটিভির পর্দায় দেখা যাবে ‘বুক পকেটের গল্প’।