ঘরের মাঠে লিভারপুলের হোঁচট

29

চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচে স্বাগতিক লিভারপুলের সঙ্গে গোলশুন্য ড্র করেছে বায়ার্ন মিউনিখ। ম্যাচের প্রথমার্ধে বেশ কিছু সুযোগ নষ্ট করার খেসারত দিয়েছে লিভারপুল। এরমধ্যে সাদিও মানে একাই নষ্ট করেছেন সম্ভাব্য তিন সেরা সুযোগ। আর প্রতিবারই তাকে ঠেকিয়ে দিয়েছেন বায়ার্ন গোলরক্ষক ম্যানুয়্যেল নয়্যার। অন্যদিকে ম্যাচে গোল করার চেষ্টা না করে রক্ষণ সামলাতেই বেশি দেখা গেছে নিকো কোভাসিচের শিষ্যদের। তবে বায়ার্ন গোল না দিতে পারায় কিছুটা উপকারই হয়েছে ক্লপের শিষ্যদের। অন্তত অ্যালিয়েঞ্জ অ্যারেনায় তিন সপ্তাহ পর লিভারপুল এক গোল করতে পারলেই কেল্লা ফতে। অ্যাওয়ে গোল না পাওয়ায় সেখানে ১-১ গোলে ড্র হলেও বাদ পড়তে হবে বায়ার্নকে। এবার নিয়ে ইউরোপীয় প্রতিযোগিতায় অ্যানফিল্ড স্টেডিয়াম থেকে টানা তিন ম্যাচে গোলশুন্য ড্র নিয়ে ফিরলো বায়ার্ন মিউনিখ। অন্যদিকে সবধরনের ইউরোপীয় প্রতিযোগিতা মিলিয়ে টানা ২০ ম্যাচ অপরাজিত রইলো লিভারপুল। লিভারপুল কোচ ক্লপের জন্য এটি বায়ার্নের বিপক্ষে ৩০তম ম্যাচ ছিল, তার ক্যারিয়ারে যা এক দলের বিপক্ষে সর্বোচ্চসংখ্যক ম্যাচ।