ঘনঘন হাত ধোয়া মাস্ক পরিধান করে স্বাস্থ্যবিধি মেনে চলুন : ডা. শাহাদাত

57

ঘনঘন হাত দোয়া এবং মাস্ক পরিধানের মাধ্যমে জনগণকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানিয়ে মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন বলেন, করোনার ভয়াবহ ছোবলে দেশবাসী এখন মহাসংকটের সম্মুখীন। করোনার এ মহাবিপর্যের মধ্যে আমরা ঘাবড়ে গেলে চলবে না, আমাদেরকে অবশ্যই সচেতন ও সতর্কভাবে চলাফেরা করতে হবে। আমাদের সচেতনতা ও যথাযথ খাদ্যাভ্যাসের মাধ্যমেই আমরা করোনার ভয়াবহ ছোবল থেকে নিজেদের নিরাপদ রাখতে পারবো, খাদ্য তালিকায় অবশ্যই ভিটামিন-এ, ভিটামিন-সি, ভিটামিন-ডি ও জিংক জাতীয় খাদ্য থাকতে হবে। তবেই আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে যা করোনা মোকাবিলায় আমাদের সহায়ক হবে। এসময় তিনি মহানগর ছাত্রদল নেতা আবদুল্লাহ আল হাসান সোনা মানিকের মায়ের রুহের মাগফেরাত কামনা করে সকলের নিকট দোয়া প্রার্থনা করেন এবং মরহুমার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। অদ্য ৩ জুলাই বা’দে আছর নগরীর এনায়েত বাজার জামেহ মসজিদে এনায়েত বাজার ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবদুল মালেক এর সহধর্মিণী ও মহানগর ছাত্রদল নেতা আবদুল্লাহ আল হাসান সোনা মানিক এর মায়ের রুহের মাগফেরাত কামনায় চট্টগ্রাম মহানগর ছাত্রদল আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে তিনি উপস্থিত মুসল্লীদের উদ্দেশ্যে উপরোক্ত বক্তব্য রাখেন। এসময় আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির উপদেষ্টা জাহেদুল করিম কচি, বিএনপি নেতা আবদুল মালেক, শামসুল হক, মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক ও মহানগর ছাত্রদল সভাপতি গাজী মোহাম্মদ সিরাজ উল্লাহ, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, বিএনপি নেতা সালাউদ্দিন লাতু, আলী আব্বাস খান, মহানগর ছাত্রদলের সহসভাপতি জিয়াউর রহমান জিয়া, যুগ্ম-সম্পাদক আলী মর্তুজা খান, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সদস্য শেখ রাসেল, বিএনপি নেতা সাইফুল্লাহ সাইফুল, মহানগর সেচ্ছাসেবক দল নেতা তারেক আহমেদ, আবদুল্লাহ আল মামুন, মহানগর ছাত্রদল নেতা মহসিন কবির আপেল, শেখ ইয়াসিন নওশাদ, আলিফ উদ্দিন রুবেল, জাফরুল হাসান রানা, সামিয়াত আমিন জিসান, আবদুল্লাহ আল হাসান সোনা মানিক, আরিফুর রহমান মিঠু, কুতুবউদ্দিন নয়ন,আনোয়ার হোসেন, ইসমাইল হোসেন, কাইয়ুমুর রশিদ বাবু, আবু সুলতান সানি, শাহাদাত হোসেন নাবিল, শাহরিয়ার আহমেদ, মোহাম্মদ আবিদ, মোহাম্মদ মাহির প্রমুখ। বিজ্ঞপ্তি