গ্ল্যান ম্যাকগ্রার চোখে ইংল্যান্ডই ফেভারিট

38

ইংল্যান্ড তাঁর বরাবরের শত্রু শিবির। সেই ইংল্যান্ডকেই এবার বিশ্বকাপের এক নম্বর ফেভারিট বেছে নিলেন অস্ট্রেলিয়ার সাবেক পেসার গ্ল্যান ম্যাকগ্রা।
অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী কিংবদন্তি পেসার ম্যাকগ্রা বলেছেন, ‘ইংল্যান্ড খুব ভাল ওয়ানডে দল। আমার কাছে ওরাই ফেভারিট। আমার ধারণা, ওরা এবার ভাল করবে।’ এর পরে তিনি যোগ করছেন, ‘আমি তো সারা জীবন ধরে একপক্ষের হয়ে কথা বলতে পারি না। এখন কোন দল কী রকম ফর্মে আছে, সেটা দেখে বিচার করতে হবে। ইংল্যান্ড যে ভাবে খেলছে, সেটা দেখে ভাল লাগছে। ওরা খুব বড় বড় রান তুলছে স্কোরবোর্ডে।’
ম্যাকগ্রা মনে করেন, টি-টোয়েন্টি ক্রিকেটের প্রভাব পড়েছে ইংল্যান্ড, ভারতের মতো দলের ব্যাটিংয়ে। ‘বেশির ভাগ দলই প্রথম ১৫ ওভার আর শেষ ১৫ ওভারে দ্রæত রান তোলার ওপর জোর দিতে চায়। কিন্তু ইংল্যান্ড বা ভারতের মতো দল পুরো ৫০ ওভারই আগ্রাসী ক্রিকেট খেলছে’।
ইংল্যান্ডকে ফেভারিট বলেও ম্যাকগ্রা মনে করিয়ে দিচ্ছেন, ‘ইংল্যান্ডকে ফেভারিট বলা মানে এই নয় যে ওরাই বিশ্বকাপ জিতবে। হ্যাঁ, ঘরের মাঠে, চেনা পরিবেশে ওরাই বাকিদের চেয়ে এগিয়ে। কিন্তু ওদের হারানোর মতোও দল আছে।’
ম্যাকগ্রার কাছে এই দুটো দল হতে পারে ভারত এবং অস্ট্রেলিয়া। কিংবদন্তি এই পেসার বলেছেন, ‘ইংল্যান্ডের মতোই ভারতও এগিয়ে আছে বিশ্বকাপ জয়ের ব্যাপারে। ওরা খুব ভালো ওয়ানডে দল। তবে অস্ট্রেলিয়াকে ভুলে গেলে চলবে না।’