গ্রামকে শহরে রূপ দেওয়া সরকারের প্রতিশ্রুতি

58

খাগড়াছড়ির দীঘিনালায় উন্নয়ন ও আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা হয়েছে। দীঘিনালা উপজেলা প্রশাসনের অয়োজনে শুক্রবার উপজেলা শিল্পকলা একাডেমি মিলনায়ত হল রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নব কমল চাকমা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. নূরুল আমিন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, পার্বত্য টেকসই বিষয়ক সামাজিক উন্নয়ন প্রকল্পের প্রকল্প কর্মকর্তা ড.প্রকাশ কান্তি চৌধুরী, দীঘিনালা জোনের জোন অধিনায়ক লে. কর্নেল. মো. ফেরদৌস জিয়াউদ্দিন মাহমুদ, খাগড়াছড়ি জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামান প্রমুখ। মতবিনিমিয় সভায় বিভিন্ন সমস্যা নিয়ে মতামত প্রকাশ করেন, দীঘিনালা থানা অফিসার ইনচার্জ উত্তম চন্দ্র দেব, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের পক্ষ থেকে চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা, প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম রাজু, প্রাথমিক শিক্ষক কর্মকর্তা মো. মিনহাজ উদ্দিন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. একরামুল আজম, মৎস্য কর্মকর্তা অর্বনা চাকমা, প্রধান শিক্ষক মো. সিরাজুল হক, মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব, প্রাণী সম্পদ কর্মকর্তা জওহর লাল চাকমা, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মুহাম্মদ কাশেম প্রমুখ।
মতবিনিময় সভায় সবার মতামত শুনার পর পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নুরুল আমিন বলেন, উন্নয়নের প্রধান শর্ত হলো শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত করা। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী ইশতেহার গ্রামকে শহরের পরিণত করা। ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়া, তা সোলারের মাধ্যমে দেয়া হচ্ছে দুর্গম এলাকাগুলোতে। দীঘিনালা উপজেলার প্রধান ৩টি সমস্যা বিশুদ্ধ পানি, মানসম্মত শিক্ষা ও স্বাস্থ্য সমস্যার সমাধানের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এছাড়া বিভিন্ন সমস্যা পর্যায় ক্রমে সমাধান করা হবে।