গ্রন্থ প্রকাশনা উৎসবে অরুণ দাশগুপ্ত রুমানা নাওয়ারের লেখনীশক্তি প্রখর

111

লেখিকা রুমানা নাওয়ারের কাব্য গ্রন্থ আমার যখন ঊনিশ এবং গল্প গ্রন্থ সেদিন পূর্ণিমায় দুটো গ্রন্থের প্রকাশনা উৎসব কবি ও ছড়াকার আ.ফ.ম. মোদাচ্ছের সভাপতিত্বে গত ২১ ডিসেম্বর চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কবি ও সাংবাদিক অরুণ দাশগুপ্ত। আলোচক হিসেবে আলোচনা করেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি কবি এজাজ ইউছুফী, কবি ও গল্পকার বিপুল বড়ুয়া। আবৃত্তিশিল্পী ও সাংবাদিক বিশ্বজিৎ পালের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন দাঁড়িকমা প্রকাশনার স্বত্ত¡াধিকারী আবদুল হামিদ নাহিদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন উৎফল বড়ুয়া, নুরুল কবির, মঈন উদ্দীন মঞ্জু, ইমরুল কায়েস প্রমুখ। সভার শুরুতে কবিতা আবৃত্তি করেন হৈমন্তি শুক্লা মল্লিক, ত্রিশিতা চৌধুরী, রুমানা ইয়াসমিন। প্রধান অতিথি কথাসাহিত্যিক অরুণ দাশ গুপ্ত তার বক্তব্যে বলেন রুমানা নাওয়ারের বই থেকে লেখা উদ্ধত করে বলেন রুমানার লেখনি শক্তি প্রখর। সেদিন পূর্ণিমা বই কিভাবে দ্বন্ধ সংগাত সৃষ্টি হয় তা খুব সুন্দরভাবে তুলে ধরেছে। প্রধান আলোচক কবি এজাজ ইউছুফী বলেন কবি রুমানা নাওয়ারের কবিতা এবং প্রবন্ধ দুটোই একসাথে লিখেছে এটা অনেক বড় ব্যাপার। যা অনেকে লিখতে পারেনা। গল্পকার বিপুল বড়ুয়া বলেন লেখালেখির ক্ষেতে তার যথেষ্ট দখল আছে। তিনি বড়দের জন্য যেমন লিখেন। ঠিক একইভাবে তিনি ছোটদের জন্য লিখেন। লেখিনা রুমানা নাওয়ার বলেন আমি ছোট বেলা থেকে এদেশ, জাতি, প্রকৃতিক ভালোবেসে এক ধরনের আবেগ থেকে লেখালেখি করি আমার বাবা, মাসহ পরিবারের সবার সহযোগিতা আমি পেয়েছি। তিনি অনুষ্ঠানে অতিথি ও উপস্থিত সকলকে ধন্যবাদ প্রকাশনা অনুষ্ঠানকে সফল করার জন্য। বিজ্ঞপ্তি