গ্যাসের মূল্যবৃদ্ধি প্রত্যাহার দাবি

36

অযোক্তিক ও অনৈতিকভাবে সরকার কর্তৃক গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় বাম গণতান্ত্রিক জোট আহুত বিক্ষোভ সমাবেশের অংশ হিসেবে চট্টগ্রাম পুরাতন রেলস্টেশন চত্বরে এক সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় গত ১৪ জুলাই বিকালে। সমাবেশে সভাপতিত্ব করেন চট্টগ্রাম জোটের সমন্বয়ক ও সিপিবি চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক কমরেড অশোক সাহা। সমাবেশে বক্তব্য রাখেন সিপিবির কেন্দ্রীয় নেতা কমরেড মৃণাল চৌধুরী, বাসদ(মার্কসবাদী) চট্টগ্রামের আহবায়ক কমরেড অপু দাশগুপ্ত, গণসংহতি আন্দোলনের চট্টগ্রাম জেলার সমন্বয়ক হাসান মারুফ রুমি, বাসদ চট্টগ্রাম জেলার নেতা আকরাম উদ্দিন। সমাবেশ পরিচালনা করেন শফি উদ্দীন কবির আবিদ। সমাবেশে নেতৃবৃন্দ বলেন, গ্যাস খাতে দুর্নীতি, ব্যবস্থাপনায় অদূরদর্শিতা, বিতরণে নৈরাজ্য, চুরি, অবৈধ সংযোগ, অপচয়,সরবরাহ লাইন থেকেই অবৈধ বিতরণ, ১২ শতাংশ সিস্টেম লস, অন্যায্য মিটারিং বহাল রেখে এবং নতুন গ্যাস কূপ অনুসন্ধান ও উত্তোলনে কার্যকর উদ্যোগ না নিয়ে, বেশী মূল্যে এলএনজি আমদানির চুক্তি, আমদানি ও সরবরাহের খরচ বাড়িয়ে দেখানোর দায় সাধারন মানুষ নেবে না। গ্যাসের দাম বাড়ানো তাই অন্যায়, অযৌক্তিক, অনৈতিক। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল প্রতিকূল আবহাওয়ার মধ্যে নগরীর রাজপথ প্রদক্ষিণ করে। বিজ্ঞপ্তি