গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ইসলামিক ফ্রন্টের প্রতিবাদ

40

ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম মহানগর সভাপতি মুজিবুল হক শুক্কুর বলেছেন, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) কর্তৃক আবাসিক ও বাণিজ্যিক সবধরণের গ্যাসের মূল্য বৃদ্ধির প্রস্তাবনা অযৌক্তি। প্রতি ১ রান্নার চুলার উপর ১৭৫ টাকা মূল্য বৃদ্ধি করাটা ভোক্তা শ্রেণির উপর এক প্রকার জুলুম। এছাড়াও ইতোপূর্বে প্রায় ৬বার গ্যাসের দাম বৃদ্ধি করা হয়েছে। যেকারণে ভোক্তা শ্রেণির ভোগান্তির কোন অন্ত নেই। এমনকি অর্থনৈতিকভাবে স্বচ্ছল নয়, এমন অনেক ভোক্তা এ নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে প্রতিনিয়ত। তাই অযৌক্তিভাবে গ্যাসের মূল্যবৃদ্ধি জনমনে অসন্তোষ সৃষ্টি হবে বলে তিনি মন্তব্য করে অবিলম্বে মূল্যবৃদ্ধির এ অবান্তর ঘোষণা প্রত্যাহারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবী জানান। গত ৬ জুলাই শনিবার, বিকেল ৪টায়, চেরাগি পাহাড় চত্বরে গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিলোত্তর সমাবেশে বক্তব্য প্রদানকালে তিনি উপরোক্ত মন্তব্য করেন। ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি এইচ.এম. মুজিবুল হক শুক্কুরের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইসলামিক ফ্রন্ট নগর শাখার সাধারণ সম্পাদক জননেতা এম. মহিউল আলম চৌধুরী, সহ সাধারণ সম্পাদক জননেতা এম. ওয়াহেদ মুরাদ, মাওলানা নিজাম উদ্দীন নোমানী, নুরুল আবছার, মাসুদ করিম। ছাত্রসেনা নগর শাখার সাধারণ সম্পাদক সৈয়দ মুনির উদ্দীনের সঞ্চালনায় অন্যান্যদের উপস্থিত ছিলেন হাফেজ আনোয়ারুল ইসলাম, মুহাম্মদ সোলায়মান, দিদারুল ইসলাম, হাফেজ আবুল কালাম, ইউসুফ কবির, কাউছারুল ইসলাম সোহেল, রাশেদুল ইসলাম রাসেল, শহিদুল ইসলাম, আবুল হাশেম রাশেদ, ইমরান মুনিরী প্রমুখ। বিজ্ঞপ্তি