গ্যাসের দাম বাড়ায় অসহায় হয়ে পড়েছে অটোরিকশা চালকেরা

61

চট্টগ্রাম অটোরিকশা-অটোটেম্পো শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কার্যালয়ে চট্টগ্রাম অটোরিকশা-অটোটেম্পো শ্রমিক ইউনিয়নের সভাপতি হাজী কামাল উদ্দিনের সভাপতিত্বে কেন্দ্রীয় কার্য নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপস্থিত ছিলেন ইউনিয়নের কার্যকরি সভাপতি মো. মনসুর আলম, হারুনুর রশীদ, যুগ্ম সম্পাদক মো. সোলাইমান, সহ-সম্পাদক মো. ওমর ফারুক, অর্থ সম্পাদক মো. জসিম উদ্দীন, সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম, লাইন সম্পাদক মো. সিরাজুল ইসলাম, প্রচার সম্পাদক আজিজুল হক সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। সাধারণ সম্পাদক হারুনুর রশিদ তার বক্তব্যে ইউনিয়নের স্ব ঘোষিত ১২ দফা দাবি আদায়ের লক্ষে মাসব্যাপী কর্মসুচি বাস্তবায়নের দিক নির্দেশনা প্রদান করেন। এবং সেই সাথে হঠাৎ করে (সি.এন.জি) তথা গ্যাসের দাম বেড়ে যাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, ২০১৫ সালের শেষের দিক থেকে গ্যাসের দাম শুধু বেড়েই চলছে। এ পর্যন্ত ৫ ধাপে দাম বাড়লেও মিটারের ভাড়া বৃদ্ধি হয়েছে ১ বার। তাতেও যাত্রীরা অসন্তুষ্ট, কিন্তু বর্তমান বাজারে দ্রব্যমূল্য বৃদ্ধি, গাড়ির মালিকের জমা বৃদ্ধি ( ট্রাফিক প্রশাসন) কর্তৃক মামলার অতিরিক্ত টাকা, গুণতে হচ্ছে। আর এসকল জুলুম নির্যাতন এসে পড়ছে অসহায় সেই অটোরিকশা চালকের ঘাড়ে অতীব দুঃখের সাথে বলতে হয় যে এত জুলুম নির্যাতন হওয়ার পরে সরকার কর্তৃক ৫ বার গ্যাসের দাম বাড়ায় অসহায় হয়ে পড়েছে অটোরিকশা চালকেরা। এমতাবস্থায় আমাদের বসে থাকা মোটেও ঠিক নয়। উল্লেখ্য, মিটার ক্যালিব্র্যশন নাকরে অনাকাঙ্খিত গ্যাসের দাম বৃদ্ধি করে যাত্রী ও অটোরিকশা চালকদের সংঘাতের ব্যবস্থা করা হয়। এই দায় একান্তই সরকারের কিন্তু সরকার মহোদয় অটোরিকশা চালকদের উপরে এই দোষ চাপিয়ে দেয়। আমাদের ইউনিয়ন থেকে সরকার মহোদয়কে জোরালো আবেদন জানাছি যে, মানসম্মত মিটার স্থাপন করে প্রথম তিন কিলোমিটার ৬০ টাকা, পরবর্তী প্রতি কিলোমিটার ২০ টাকা এবং ওয়েটিং চার্জ প্রতি মিনিট ৩ টাকা করে মিটারের ভাড়া বৃদ্ধি করা হোক। এবং সিন্ডিকেট কর্তৃক আমদানিকৃত অকার্যকর লক্কর ঝক্কর মিটার সড়িয়ে মানসম্মত টেকসই মিটার আমদানি করা হোক।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও আর.টি. এর চেয়ারম্যান মহোদয়ের প্রতি জোরালো আবেদন জানাচ্ছি যে, যত দিন না পর্যন্ত মিটারের ভাড়া বৃদ্ধি ও বাজার থেকে নষ্ট অকার্যকর মিটার সরানো হবেনা। ততোদিন পর্যন্ত মিটার ইস্যু নিয়ে অটোরিকশা চালকদের মামলা বন্ধ করা হউক। এরপর সভাপতি সমাপনী বক্তব্যে কার্যকরী পরিষদের সভায় সকল নেতৃবৃন্দ উপস্থিত হওয়ায় ধন্যবাদ জ্ঞাপন করেন এবং মাসব্যাপী কর্মসুচি পালন করার উদ্বাত্ত আহŸান জানিয়ে সভা সমাপ্ত ঘোষণা করেন। বিজ্ঞপ্তি