গৌরাঙ্গ মহাপ্রভু বিগ্রহ সেবায়েত সমিতির বাণীঅর্চণা উদ্যাপন

124

গৌরাঙ্গ মহাপ্রভু সেবায়েত সমিতি মন্দিরের উদ্যোগে বাণীঅর্চণা পরিষদের আয়োজনে পূর্ব নাসিরাবাদস্থ গৌরাঙ্গ মহাপ্রভু বিগ্রহ সেবায়েত সমিতি মন্দির প্রাঙ্গণে চার দিনব্যাপী অর্চণার আয়োজন করা হয়। চারদিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে ছিল ৯ ফেব্রুয়ারী স্বরস্বতীর প্রতিমা স্থাপন এবং অধিবাস, ১০ ফেব্রুয়ারি মায়ের পূজা এবং শিশু-কিশোরদের চিত্রাংকন এবং আবৃত্তি প্রতিযোগিতা, ১১ ফেব্রুয়ারি বাণীঅর্চণা উদযাপন পরিষদ কর্তৃক ধর্ম সম্মেলন, সম্মাননা প্রদান, ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ, পুরস্কার বিতরণ এবং শীতবস্ত্র বিতরণ। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। উদ্বোধক ছিলেন ড. রাজ কুমার আচার্য্য, সভাপতিত্ব করেন গৌরাঙ্গ মহাপ্রভু সেবায়েত মন্দিরের সভাপতি তাপস কান্তি দত্ত। বিশেষ অতিথি ছিলেন শুলকবহর ওয়ার্ড কাউন্সিলর মোরশেদ আলম, প্রধান বক্তা ছিলেন মহানগর পূজা উদযাপন পরিষদ সভাপতি এডভোকেট চন্দন তালুকদার। উপস্থিত ছিলেন ৮ন শুলকবহর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আতিকুর রহমান। অনুষ্ঠান সঞ্চালন করেন মুরাদপুর বি ইউনিট আওয়ামী লীগ সাধারণ সম্পাদক প্রিয় লাল গোস্বামী।
উপস্থিত ছিলেন পাঁচলাইশ থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি রুবেল শীল, সাবেক সাধারণ সম্পাদক সজল দাশ, পূজা কমিটির সদস্য সুমন দাশ, সৌরভ দাশ অনু, বিল্পব চক্রবর্তী রনি, রূপন চক্রবর্তী জনি, লিটন দাশ, রাজু দে, উৎপল দে মিন্টু, মিটু কান্তি দে, সৈকত পাল, আদিত্য পাল, ইমন দে, সৌরভ গোস্বামী, হীরু চৌধুরী, দীপ্ত দাশ, নয়ন দে, শুভগত দে, প্রমি দাশ, নয়ন দাশ রনি, জাহেদুল ইসলাম, রুবায়েত, প্রান্ত দাশ, নন্দন বৈষ্ণব, অমিত দাশ, কৃষ্ণ বিশ্বাসসহ পূজা কমিটির অনেক নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি