গোলাম রসুল সওদাগর ওয়াকফ এস্টেটের ইফতারসামগ্রী বিতরণ

94

রমজান উপলক্ষে চট্টগ্রামের হাজী গোলাম রসুল সওদাগর ওয়াকফ এস্টেটের উদ্যোগে ইফতারসামগ্রী ও খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচি সম্পন্ন হয়েছে। চট্টগ্রাম ওয়াকফ এস্টেট মতোওয়াল্লী কল্যাণ সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ও হাজী গোলাম রসুল সওদাগর ওয়াকফ এস্টেটের মোতওয়াল্লী আলহাজ্ব ইয়ার মুহাম্মদ বেলাল হোসাইনের সার্বিক ব্যবস্থাপনায় গত ১ মে থেকে শুরু হওয়া এ কার্যক্রম গত ৮ মে বুধবার সম্পন্ন হয়েছে। প্রতিবছরের ন্যায় এ বছরও ফিরিংগীবাজার, এয়াকুবনগর, পাথরঘাটা, আর সি চার্চ রোড, দাম্মাপুকুরপাড় সহ নগরীর বিভিন্ন এলাকার ১২০০ পরিবারের মাঝে এই ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি

হাব নেতা মাহমুদুল
হক পিয়ারুর মুক্তির
দাবিতে প্রতিবাদ সভা

এসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব) চট্টগ্রাম জোনের চেয়ারম্যান ও সচিব যথাক্রমে আলহাজ্ব আবু জাফর ও আলহাজ এইচ এম মুজিবুল হক শুক্কুর এক বিবৃতিতে আটাব ও হাবের সম্মানীত সদস্য হজ্ব এজেন্সীজ এসোসিয়েশন বাংলাদেশ (হাবে) চট্টগ্রাম জোনের সচিব আলহাজ মাহমুদুল হক পিয়ারুর গ্রেফতারের প্রতিবাদ সভা গত ৫ মে নগরীর ওয়াসা মোড়স্থ হাব অফিসে অনুষ্ঠিত হয়েছে। হাবের সভা চলাকালীন সময় পিয়ারুকে গ্রেফতার করা হয়। যা অত্যন্ত নিন্দনীয় ও দৃষ্টিকটু। আমরা আটাব চট্টগ্রাম জোন হতে মাহমুদুল হক পিয়ারুকে গ্রেফতারের তীব্র নিন্দা জানাচ্ছি। মাহমুদুল হক পিয়ারু একজন সৎ সামাজিক ব্যক্তিত্ব ও সম্মানীত ব্যবসায়ী। তার মত উদার সামাজিক ব্যক্তিত্বকে হাব অফিস থেকে সভা চলাকালীন সময় গ্রেফতার কখনো মেনে নেওয়া যায় না। তাই অনতীবিলম্বে তার নিঃশর্ত মুক্তি দাবি জানাচ্ছি। অন্যথায় আটাব ও হাব মাহমুদুল হক পিয়ারুর মুক্তির দাবিতে আন্দোলন গড়ে তুলবে। বিজ্ঞপ্তি