গোলাপজলের ছিটা

23

 

মেহগনির ক্রাচের ভরে বহে উত্তুরের লিলুয়া হাওয়া
আহত মৌমাছির কাতরানিস্বর, কানে বাজে না বরং
হাপিত্যেশ শোনা যায়, ‘বেঁচে আছি নাকি’ বলে চায়!

এখনো শোকর এই বলে যে, এর আগে তো মরেছি
শীতের আগমনী গানে, পাতায় ঝরেছি ফেরবার
মার্চ পাস্টের পাশের ওয়াকিং জোনে দলিত হয়েছি পা’য়।

এখানে ওখানে লাশের উপর কর্পূরের প্রলেপ, চন্দন
বেঁচে থাকা কিংবা চলমান স্ট্রেচারে চড়ে, গোরস্তানে চলে
গোলাপজলের ছিটা, ভেজা ভেজা লাগে লাশের গা’য়।