গুণী ব্যক্তি যত জন্মাবে সমাজ তত সমৃদ্ধশালী হবে

48

মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত মানুষের কল্যাণে আজীবন কাজ করে গেছেন রাঙ্গুনিয়ার গণমানুষের নেতা প্রয়াত চেয়ারম্যান মাহাবুব আলম চৌধুরী। রাজনীতিকে ব্রত হিসেবে নিয়েছিলেন বলে তিনি মানুষের সেবা করে যেতে পেরেছেন। এলাকার দুঃখী মানুষের বিপদে পাশে থেকেছেন সব সময়। মানুষের কল্যাণে জীবনের পুরো সময়টা ব্যয় করেছেন তিনি। শুধুমাত্র মানুষের কল্যাণে কাজ করে যাওয়া মাহাবুব চেয়ারম্যানের মত নি.স্বার্থবান কর্মবীর বর্তমান সমাজে বিরল। মানব সেবা ও সাধারণ মানুষের অধিকার আদায়ে নিবেদিত প্রাণ এ ধরনের গুণী ব্যক্তি যত বেশি জন্মাবে সমাজ ততবেশি সমৃদ্ধশালী হবে।
সোমবার বিকেলে রাঙ্গুনিয়ার পদুয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মুক্তিযুদ্ধের সংগঠক প্রয়াত মাহাবুব আলম চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এর ভিসি অধ্যাপক ড. রফিকুল আলম প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
পদুয়া রাজারহাট সংলগ্ন নূরে মদিনা কনভেনশন সেন্টারে মাহাবুব আলম চৌধুরী স্মৃতি সংসদের আয়োজনে স্মরণসভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত মৎস্য খামারি মোহাম্মদ এরশাদ মাহমুদ।
মো. বদিউজ্জামান ও মোহাম্মদ সেলিম উদ্দিনের সঞ্চালনায় স্মরণসভায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের উপদেষ্টামÐলীর সদস্য মোহাম্মদ জামাল উদ্দিন, ধর্ম বিষয়ক সম্পাদক ও রাঙ্গুনিয়া পৌরসভার মেয়র শাহজাহান সিকদার, প্রয়াতের সন্তান চট্টগ্রাম উত্তর জেলা আ.লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক বেদারুল আলম চৌধুরী বেদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার, চট্টগ্রাম ভেটেরেনারি ইউনিভার্সিটির অধ্যাপক ড. রাশেদুল আলম, পদুয়া ইউপি’র চেয়ারম্যান গোলাম কবির তালুকদার, সাবেক চেয়ারম্যান নাসির উদ্দিন সেলিম, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জিগারুল ইসলাম জিগার , আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম তালুকদার বাদশা, কেন্দ্রীয় ন্যাপ নেতা মিঠুল দাশ গুপ্ত, আওয়ামী লীগ নেতা মাস্টার রফিক উদ্দিন, দিদারুল আলম দিদার, শাহ আলম, আমিনুল হক, জসিম উদ্দিন, মো. রমজান আলী, জাহিদুল ইসলাম ফারুক, নুরুল হোসেন মাসুদ, নাসির উদ্দিন রিয়াজ, আবু মনসুর, জাহাঙ্গীর সুমন প্রমুখ।