গুজব সৃষ্টিকারীদের কঠোর হস্তে দমন করা হবে

28

১৯৭১ সালের পরাজিত শক্তি দেশে নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি করার জন্য দেশে ছেলেধরা, পদ্মা সেতুতে মাথা দেওয়াসহ নানা গুজব তৈরি করে দেশকে অস্থিতিশীল করে তুলতে চাই। আমরা যারা দেশপ্রেমিক মানুষ আছি, আমাদের ঐক্যবদ্ধ ভাবে দেশবিরোধী এ চক্রান্ত প্রতিহত করতে হবে। গতকাল বুধবার সকালে সাতকানিয়া থাান পুলিশের উদ্যোগে ছেলেধরা গুজব, গণপিটুনি, বাল্য বিবাহ ও মাদক প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে কমিউনিটি পুলিশিং সভায় বক্তারা এসব কথা বলেন। থানার অফিসার ইনচার্জ মো. শফিউল কবীরের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান বক্তা ছিলেন- সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান মোল্যা। বিশেষ অতিথি ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোবরক হোসেন। বক্তব্য রাখেন, সাতকানিয়া আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ফরিদুল আলম, মুক্তিযোদ্ধা কমান্ডার এলএমজি আবু তাহের, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহজাহান, জাহাঙ্গীর আলম, চরতীর চেয়ারম্যান ডা. রেজাউল করিম, ইউপি চেয়ারম্যান এইচ এম হানিফ, আ ন ম সেলিম উদ্দিন, নজরুল ইসলাম মানিক, মোসাদ হোসেন চৌধুরী, নুর আহমদ, আকতার হোসেন ও শিক্ষক নেতা জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন সাতকানিয়া থানার সেকেন্ড অফিসার এসআই মাসুদ রানা।