গুজব একটি পরিবারে বড় ট্র্যাজেডি ডেকে আনতে পারে

40

চট্টগ্রাম মেট্রোপলিন পুলিশের খুলশী থানার অফিসার ইনচার্জ প্রণব চৌধুরী বলেছেন যে কোন গুজবে কান দিয়ে আইন নিজের হাতে তুলে নিবেন না। যে কোন একটি মিথ্যা গুজব একটি পরিবারে বড় ধরনের ট্র্যাজেডি নিয়ে আসে। তাই সমাজের প্রতিটি স্তরের জন সাধারণকে সকল মিথ্যা গুজব হতে সচেতন হতে হবে। গত ২৫ জুলাই সকাল ১১টায় খুলশী থানাধীন ১৩নং পাহাড়তলী ওয়ার্ডস্থ টিকিট প্রিন্টিং প্রেস কলোনী হাই স্কুলে গুজবে কান দিবেন না শীর্ষক গণসচেতনতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহŸান জানান। প্রধান বক্তার বক্তব্যে খুলশী থানা আওয়ামী লীগের আহŸায়ক ও ১৩নং পাহাড়তলী ওয়ার্ড কাউন্সিলর এবং স্কুলের পরিচালনা পরিষদের সভাপতি মোহাম্মদ হোসেন হিরণ বলেন, দেশের উন্নয়ন যাদের কাছে পছন্দ না সেই সকল দেশ ও স্বাধীনতা বিরোধী চক্র বিভিন্ন সময়ে বিভিন্ন মিথ্যা গুজব ছড়িয়ে দেশের আইন শৃঙ্খলা বিনষ্ট করে জনগণের মাঝে ভয়-ভীতির সৃষ্টি করে যাচ্ছে। তাই সকল গুজব হতে সকলকে সচেতন হতে হবে। স্কুলের প্রধান শিক্ষক মৃণাল কান্তি দাশের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আরো বক্তব্য রাখেন খুলশী থানা কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য সচিব ও টাইগার পাস বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পরিচালণা পরিষদের সভাপতি অধ্যাপক মোঃ সাইদুল কবির বাহার, আরো বক্তব্য রাখেন তরুণ সমাজসেবক মোঃ মাহমুদুর রহমান মাহমুদ, স্কুল পরিচালনা পরিষদের সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন কিরণ, সহ-প্রচার সম্পাদক আবদুল হান্নান হীরা, সহকারী প্রধান শিক্ষিকা শিখা চক্রবর্ত্তী প্রমুখ। বিজ্ঞপ্তি