গুগলে বেশি খুঁজেছে প্রিয়াকে!

141

প্রিয়া প্রকাশ ওয়ারিয়ারকে মনে পড়ে? তার কাজলকালো চোখের অদ্ভুত ইশারায় ঘুম হারাম হয়েছিল তরুণদের! মালয়ালাম এই নায়িকাতে কাত হয়ে গিয়েছিল ইন্টারনেট দুনিয়া। গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, গত বছর এই সার্চ ইঞ্জিনে সেরা হওয়া সানি লিওনিকে হটিয়ে এ বছর ভারতের মানুষ সবচেয়ে বেশি খুঁজেছে প্রিয়াকে! গত ফেব্রুয়ারিতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে ‘অরু আদার লাভ’ ছবির ‘মাণিক্য মালারায়া পুভি’ গানের টিজারের একটি ক্লিপ। এরপরই রাতারাতি সেনসেশনে পরিণত হন প্রিয়া। মিষ্টি হাসির এই মেয়ে সম্পর্কে বিস্তারিত জানার জন্য গুগলে ঘুরেছেন অসংখ্য মানুষ।
‘মানিক্য মালারায়া পুভি’ গানের ভিডিওতে স্কুল ইউনিফর্মে দেখা গেছে প্রিয়াকে। সহপাঠীর সঙ্গে পাল্লা দিয়ে ভ্রু নাচান তিনি। চোখের কারসাজিতে সহপাঠীর মন চুরি করে ফেলেন ১৯ বছর বয়সী এই তরুণী। নিমিষেই সহপাঠী মজে যায়। ইউটিউবে এই গানের ভিডিও এখন পর্যন্ত দেখা হয়েছে ৮ কোটি ৩০ লাখ বার। এটাই বড় পর্দায় প্রিয়ার প্রথম কাজ। প্রথম দর্শনেই এই বালিকা বাজিমাত করেছেন। প্রিয়ার কাছে হেরে গেছেন প্রিয়াঙ্কা চোপড়ার স্বামী মার্কিন গায়ক নিক জোনাস। গুগল সার্চে তার অবস্থান দুইয়ে। তালিকায় চার নম্বরে আছেন প্রিয়াঙ্কা। তৃতীয় হয়েছেন গায়িকা স্বপ্না চৌধুরী। পাঁচে আছেন অভিনেত্রী সোনম কাপুরের স্বামী আনন্দ আহুজা। হিন্দি চলচ্চিত্রের মধ্যে রজনীকান্ত ও অক্ষয় কুমারের ‘টু পয়েন্ট জিরো’ এ বছর গুগলে সবচেয়ে বেশি খুঁজেছে ভারতীয়রা। এরপর স্থান পেয়েছে টাইগার শ্রফের ‘বাঘি টু’ ও সালমান খানের ‘রেস থ্রি’। হলিউডের ছবির মধ্যে ভারতে গুগল সার্চে এক নম্বরে রয়েছে ‘অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার’। এরপর আছে যথাক্রমে ‘ব্ল্যাক প্যান্থার’ ও ‘ডেডপুল টু’।