গুঁড়িয়ে দেওয়া হলো ৬ ভবন ও ২৭৮ দোকান

15

নগরের ইপিজেড এলাকায় রেলের জায়গা দখল করে গড়ে তোলা ৬টি দোতলা ভবন ও ২৭৮টি সেমিপাকা, টিনশেড দোকান গুঁড়িয়ে দিয়ে দেড় একর জমি উদ্ধার করেছে রেলওয়ের ভূ-সম্পত্তি বিভাগ। গতকাল সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ইপিজেড থানার কলসি দিঘীর পাড় এলাকায় এ উচ্ছেদ অভিযান চালানো হয়।
প্রায় এক মাস পর গত রবিবার অভিযানে নেমে একই জায়গায় ৪০০ স্থাপনা উচ্ছেদ করে এক একর জায়গা উদ্ধার করা হয়।
সবমিলিয়ে দু’দিনের অভিযানে ৬৭৮টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে আড়াই একর জমি উদ্ধার করেছে ভূ-সম্পত্তি বিভাগ। রেলওয়ের ভূ-সম্পত্তি বিভাগ সূত্র জানায়, ইপিজেড থানার কলসি দিঘীর পাড় এলাকায় বিপুল পরিমাণ জমি ক্ষমতাসীন দলের পরিচয়ে কিছু অসাধু চক্র দখলে নিয়ে দো’তলা ভবন, সেমিপাকা ও টিনশেডের দোকান তৈরি করে ব্যবসা প্রতিষ্ঠানে পরিণত করে।
প্রতি দোকান থেকে মাসে ৫ হাজার টাকা করে আদায় করতো ওই অসাধু চক্র। দীর্ঘদিন ধরে মাসে প্রায় ৩৫ লাখ টাকার কারবার ছিলো চক্রটির। রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা মাহবুবুর করিম জানান, দোতলা ভবন ছিলো ৫ থেকে ৬টি। এছাড়া দু’দিনে ৬৭৮টি সেমিপাকা ও টিনশেডের দোকান উচ্ছেদ করে আড়াই একর জায়গা উদ্ধার করা হয়। আরও বিপুল পরিমাণ জমি অবৈধ দখলে রয়েছে। পরবর্তীতে অভিযান চালিয়ে এসব জমি উদ্ধার করা হবে।