গীতিকার সমীরণ বড়ুয়ার গানের সিডি প্রকাশ

56

একাত্তরের মহান মুক্তিযোদ্ধের ইতিহাস সম্বলিত ও স্বাধীন বাংলার অভিসংবাদিত নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জীবন দর্শন ও বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বর্তমান সরকারের উন্নয়নমূলক বিচিত্র কর্মকান্ডকে নিয়ে রচিত গীতিকার, সুরকার ও সমীরণ বড়–য়ার দ্বিতীয় দেশাত্মবোধক গানের সিডি প্রকাশ করা হয়েছে। গত ২২ মার্চ শুক্রবার বিকেলে রাউজান থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য ও রেলপথ মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ.বি.এম ফজলে করিম চৌধুরী এম.পি’র চট্টগ্রাম নগরীর বাসভবনে উক্ত দেশাত্মবোধক গানের সিডিটি প্রকাশ করা হয়। এ উপলক্ষে আয়োজিত সিডির গানগুলো পরিবেশন করা হয়। এতে এমপি’র হাতে গানের সিডি কপি তুলে দেন গীতিকার ও সুরকার সমীরণ বড়ুয়া। এতে উপস্থিত ছিলেন গীতিকার সমীরণ বড়ুয়ার পিতা শিক্ষাবিদ ও সংগঠক মৃণাল কান্তি বড়ুয়া, শিক্ষক মুকুল বড়ুয়া, উরকিচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জাব্বার সোহেল, রাজনীতিবিদ অ্যাডভোকেট দীপক দত্ত, ম্যালকন চক্রবর্ত্তী ও পিপলু বড়ুয়া প্রমুখ। এবারে সিডি গানে দুটি গান ও ১টি কবিতা স্থান পেয়েছে। ১ম গানটি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিবেদন করা হয়। গানের কথাগুলো হচ্ছে ‘এ জাতির পিতা বঙ্গবন্ধু তোমার নাইরে ক্ষয়…’। এই গানটি গেয়েছেন শিল্পী রিষু তালুকদার। ২য় গানের কথাগুলো হচ্ছে- ‘রাউজানেরই মাটির বুকে, দুর্নীতিকে দাঁড়াও রুখে…।’ এই গানটির শিল্পী সমীরণ বড়ুয়া। এই সিডিতে বঙ্গবন্ধু জন্মদিনের কাব্য স্বরচিত কবিতা -‘জন্ম খোকার এই দেশেতে মধুমতির বুকে…’। কবিতাটি আবৃত্তি করেছেন লেখক নিজেই। এই সিডির গানগুলোর কথা ও সুর সত্যি খুবই চমৎকার। সঙ্গীত পিপাসু ও দেশ প্রেমিক মানুষের হৃদয়ে শিল্পীদ্বয়ের পরিবেশিত গানগুলো প্রাণ সঞ্চার করবে, এতে কোন সন্দেহ নেই। উল্লেখ্য, গত ২৭ ডিসেম্বর গীতিকার সমীরণ বড়ুয়ার ‘হৃদয় জুড়ে রাউজান’ দেশাত্মবোধক গানের প্রথম সিডি ক্যাসেট প্রকাশ করা হয়। এটা তার দ্বিতীয় সিডি গানের ক্যাসেট। আমি তার এ গানগুলোর বহুল প্রচার ও প্রসার কামনা করছি এবং ভবিষ্যতে আমি গীতিকার, সাংবাদিক ও শিক্ষক সমীরণ বড়–য়ার কাছ থেকে আরো নতুন নতুন গানের প্রত্যাশা করছি।