গীতার বাণী অনুধাবনের মাধ্যমে সমাজের নৈতিক অবক্ষয় রোধ করা সম্ভব

105

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য এমপি বলেছেন, গীতা শিক্ষার প্রচার প্রসার ও এর বাণী অনুধাবনের মাধ্যমে সমাজের নৈতিক অবক্ষয় রোধ করা সম্ভব। সমাজের বিশৃঙ্খলা দূর করতে গীতার বাণী অনুধাবনের কোন বিকল্প নেই। গীতা শিক্ষায় বাগীশিক সারাদেশে একটি অনন্য নজির স্থাপন করছে। তিনি গত ২ আগস্ট ঢাকা বিশ্ব সাহিত্য কেন্দ্রে বাগীশিক ঢাকা মহানগর সংসদ আয়োজিত গীতা প্রশিক্ষণ কর্মশালা ও সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বাগীশিক ঢাকা মহানগর সংসদের সভাপতি রোটারিয়ান রত্নেন্দু ভট্টাচার্যের সভাপতিত্বে সেমিনারের উদ্বোধন করেন গুলশান বনানী পূজা উদ্যাপন পরিষদের আহব্বায়ক শিল্পপতি সুকুমার চৌধুরী। আশীর্বাদক ছিলেন বাগীশিক কেন্দ্রীয় প্রধান উপদেষ্টা অ্যাড. তপন কান্তি দাশ। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত সচিব বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান তপন কুমার চক্রবর্ত্তী, অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশনের চেয়ারম্যান অতিরিক্ত সচিব প্রণয় কান্তি বিশ্বাস, বাংলাদেশ পুলিশ রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভাট্টাচার্য, যুগ্ম-সচিব অমর চাঁদ বণিক, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের উপ-প্রকল্প পরিচালক উপ-সচিব সুরেন্দ্রনাথ সাহা, গণআজাদী লীগ সভাপতি অ্যাড. এস.কে. সিকদার, বাগীশিক কেন্দ্রীয় উপদেষ্টা লায়ন দিলীপ কুমার শীল, কেন্দ্রীয় সভাপতি দেশপ্রিয় চৌধুরী (বিনয়), সহ-সভাপতি শ্যামল সরকার। স্বাগত বক্তব্য রাখেন বাগীশিক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ডা. অঞ্জন কুমার দাশ। বাগীশিক ঢাকা সংসদের সাধারণ সম্পাদক ডা. বি.কে. মন্ডল সৈকত ও মহিলা সম্পাদিকা চলচিত্র ও টিভি অভিনেত্রী স্বর্ণলতা দেবীর সঞ্চালনায় কর্মশালায় প্রধান প্রশিক্ষক ছিলেন বাগীশিক কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক প্রভাষক পলাশ কান্তি নাথ (রণী), যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. শুভাশীষ শর্মা, ঢাকা মহানগর সহ-সভাপতি প্রদীপ কুমার সাহা, শুকলাল নন্দী, যুগ্ম সাধারণ সম্পাদক সমীর বিশ্বাস। সেমিনারে বিভিন্ন বিষয়ভিত্তিক আলোচনায় অংশ নেন বাগীশিক কেন্দ্রীয় পৃষ্ঠপোষক অরুন চন্দ্র মজুমদার, দপ্তর সম্পাদক সজীব দত্ত (সৌরভ), সমাজকল্যাণ সম্পাদক লায়ন কৈলাশ বিহারী সেন, কেন্দ্রীয় কর্মকর্তা পার্থ সারথী আইচ, ঢাকা মহানগর উপদেষ্টা অ্যাড. বিনয় কৃষ্ণ পোদ্দার, সিলেট মহানগর সভাপতি ডা. মালা রাণী দে, কক্সবাজার কর্মকর্তা জ্যোতি মল্লিক (বাবু) প্রমুখ। কর্মশালায় প্রশিক্ষণার্থীদের মাঝে ব্যাগ, সনদপত্র, প্যাড, কলম ও শ্রীমদ্ভাবগতগীতা বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি