গীতাঞ্জলি মাতৃ সম্মিলনীর শীতবস্ত্র বিতরণ

29

গীতাঞ্জলি মাতৃ সম্মিলনী (গীমাস) এর উদ্যোগে মানবিক কর্মসূচির অংশ হিসেবে নগরীর আন্দরকিল্লাস্থ গুরুধাম প্রাঙ্গণে গত ৬ ডিসেম্বর শুক্রবার সকালে দুঃস্থ ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বান্দরবান সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সুকুমার দত্ত। গীমাস সভাপতি রুপনা দাশের সভাপতিত্বে উদ্বোধক ছিলেন মানবতার ডাক সংগঠনের সভাপতি লায়ন গৌতম কান্তি চন্দ। গীমাস সাধারণ সম্পাদক শিল্পী আচার্যের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন রাউজানের অগ্রসার গার্লস কলেজের অধ্যক্ষ সুলেখা পাল দত্ত, পাহাড়তলী কলেজের অধ্যক্ষ শ্যামল মজুমদার, কানাডা প্রবাসী রুপন কান্তি দাশগুপ্ত, সংগঠক শিমুল দাশ, সুমিত্র শংকর আইচ, প্রকৌশলী সাগর কান্তি সেন, অ্যাড. সুদীপ দেবনাথ, অ্যাড. দিপ্তী দেবী, চিত্রশিল্পী নিউটন দত্ত, টিটু দাশ, ইমন চ্যাটার্জী। বক্তব্য রাখেন গীমাস কর্মকর্তা মিতা চৌধুরী, নেলী দে, চম্পা চৌধুরী, প্রীতু মল্লিক, কণিকা ঘোষ, শর্মি দে, শান্তা বিশ্বাস, সংগীতা দেবী, ঐশী কুরী প্রমুখ। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, মানবতাই মানুষের মূল ধর্ম। প্রত্যেক শীতার্থ মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব। গীমাস’র সামাজিক ও মানবীয় কর্মকান্ড প্রশংসার দাবি রাখে। বিজ্ঞপ্তি