গার্হস্থ্য অর্থনীতি কলেজের স্নাতক কোর্স কমিটির বিষয়ে চসিক ও চবির সমঝোতা স্বাক্ষর

168

নগরীর হালিশহরস্থ গার্হস্থ্য অর্থনীতি সিটি কর্পোরেশন কলেজ চট্টগ্রামের সাথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃক স্নাতক (সম্মান) কোর্সের উপযোজন অব্যাহত রাখার স্বার্থে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মধ্যে সমঝোতা স্মারক অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার টাইগারপাসস্থ মেয়র কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষরিত হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপচার্য প্রফেসর ড. শিরিণ আখতার ও চসিকের মেয়র আলহাজ আ জ ম নাছির উদ্দীন উপস্থিতিতে চসিকের পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা এবং চবির পক্ষে ভারপ্রাপ্ত রেজিস্ট্রারকে এম নুর আহমদ এ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষা কর্মকর্তা সুমন বড়ুয়া, গার্হস্থ্য অথনীতি কলেজের অধ্যক্ষ আলম আখতার, সহকারি অধ্যাপক মনোয়ারা বেগম, সুলতানা নিগার, শরীরচর্চা শিক্ষক রিজিয়া বেগম ছবি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কলেজ পরিদর্শক প্রফেসর ড. শ্যামল রঞ্জন চক্রবর্তী, ডেপুটি রেজিস্ট্রার দিবাকর বড়ুয়া, চবি সহকারি রেজিস্ট্রার মোহাম্মদ হোসেন, চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ প্রমুখ। অনুষ্ঠানে চবির উপচার্য প্রফেসর ড. শিরিণ আখতার তাঁর অনুভুতি ব্যক্ত করে বলেন, নারী শিক্ষা প্রসারে এই প্রতিষ্ঠানটি অগ্রণী ভুমিকা পালন করবে। তিনি বলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় একটি বৃহৎ প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের সহযোগী প্রতিষ্ঠানগুলো সঠিকভাবে তদারকি করা সম্ভব হয় না। তাই নগরীর বিভিন্ন সরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান এগিয়ে আসলে উচ্চতর ডিগ্রী অর্জনে নারী শিক্ষার প্রসার ঘটবে। এ ক্ষেত্রে চসিক যথাযথ দায়িত্ব পালন করছে বলে তিনি মন্তব্য করেন। অনুষ্ঠানে চবি’র উপচার্য এই চুক্তির মাধ্যমে চসিক ও চবি’র মধ্যে একটি সেতু বন্ধন রচিত হলো বলে উল্লেখ করেন। সিটি মেয়র তাঁর অনুভুতি ব্যক্ত করে বলেন, হালিশহর এলাকার একটি সুন্দর ও মনোরম পরিবেশে এই গার্হাস্থ্য অর্থনীতি কলেজটি প্রতিষ্ঠিত। চসিক অধিগ্রহণের পর থেকে এই প্রতিষ্ঠানে উন্নয়নের ছোঁয়া লেগেছে। প্রতিষ্ঠানের শিক্ষার মান বৃদ্ধি সহ অধ্যক্ষ,শিক্ষক মন্ডলীদের পরিচালনায় কলেজটির উত্তোরত্তর সমৃদ্ধি পাবে বলে তিনি প্রত্যাশা করেন। শিক্ষার মান বজায় রাখার ক্ষেত্রে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নিয়মাবলী অনুসরনের উপর গুরুত্বারোপ করেন মেয়র। বিজ্ঞপ্তি