গান কবিতার যুগলবন্দী ‘এসো আমার শহরে না বলা গল্পে’

183

‘আগুনের দিন গুনছে সকাল, বসস্টপে একা আলোর পথিক। রাত ঝমঝম দিনের অসুখ, পুড়ছে শহর। যেই গল্পের নাম ঠিকানা আমার কাছে আজও অজানা, সেই গল্পে ঠায় দাঁড়িয়ে গাইছি এ গান। এসো আমার শহরে, না বলা গল্পে…।’ আলো আঁধারি মঞ্চ থেকে শিল্পীদ্বয়ের কন্ঠে মেঘদলের এ গান কবিতার উচ্চারণের মধ্য দিয়ে শুরু হয় তরুণ প্রতিশ্রূতিমান আবৃত্তিশিল্পী শ্রাবণী দাশগুপ্তা এবং সংগীতশিল্পী আল তুষির কন্ঠে গান কবিতার যুগলবন্দী অনুষ্ঠান। গত মঙ্গলবার নগরীর শিল্পকলা মিলনায়তনে দেশের অন্যতম আবৃত্তি সংগঠন ‘তারুণ্যের উচ্ছ্বাস’ প্রতিষ্ঠার যুগপূর্তি উপলক্ষে দর্শনীর বিনিময়ে বছরব্যাপী যুগপূর্তি অনুষ্ঠানমালার সপ্তম নিবেদন অনুষ্ঠিত হয়। ‘এসো আমার শহরে, না বলা গল্পে’ শিরোনামে শ্রাবণী তুষির গান কবিতার এ যুগলসন্ধ্যার আয়োজন করেছে।
আবৃত্তিশিল্পী মিলি চৌধুরীর সঞ্চালনায় এ আয়োজনে শ্রাবণী দাশগুপ্তার পরিবেশনায় ছিল প্রেম, দ্রোহ, নারী অধিকার, প্রকৃতি ও ইতিহাসমাখা বেশকিছু কবিতা। আল তুষির পরিবেশনায় থাকবে হারানো দিনের গান এবং বেশ কিছু সমকালীন গান। শ্রাবণীর কন্ঠে রবীন্দ্রনাথের অশেষ করেছো, নির্মলেন্দু গুণের শুধু তোমার জন্যে, ইন্দিরা শুরের বাংলো বাড়ী, শামসুর রাহমানের বাজানগো, কাজী নজরুল ইসলামের বসন্তী, জয়দীপ রায়ের হাফট্রান্সজেন্ডার, দেবব্রত সিংহের তেজ, শতাব্দী রায়ের একটি পদ্য, রঞ্জন প্রসাদের রাখোহরি ও আল্লারাখার গল্প, কোলজ নারী কবিতাগুলোর আবৃত্তি দর্শকদের মুগ্ধ করে। অন্যদিকে আল তুষির কন্ঠে মনে করো যদি সব ছেড়ে হায়, নির্জন যমুনার জল, এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়, আমি খাজনা দেবো না, জাত গেলা জাত গেলো, আনন্দলোকে মঙ্গলালোকে গানগুলোর পরিবেশনা অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলো। অনুষ্ঠানের কবিতার আবহ প্রক্ষেপণে ছিলেন ইমাম হোসাইন। যন্ত্রে ছিলেন নাহিদ, সুমন, হিমু, বাপ্পা ও প্রতীক। বছরব্যাপী যুগপূর্তি অনুষ্ঠানমালা প্রসঙ্গে তারুণ্যের উচ্ছ্বাস সাধারণ সম্পাদক আবৃত্তিশিল্পী মো মুজাহিদুল ইসলাম বলেন, প্রতিষ্ঠার পর থেকে কবিতার বিশুদ্ধ কথামালাকে শক্তি করে বিগত একযুগ তারুণ্যের উচ্ছ্বাস সমৃদ্ধ হয়েছে নানা আয়োজন উৎসবে অভিজ্ঞতায়। তারুণ্যের উচ্ছ্বাস প্রতিষ্ঠালগ্ন থেকেই মুক্তিযুদ্ধের চেতনায় দেশের গণতান্ত্রিক ও প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনে মঞ্চে ও প্রয়োজনে রাজপথে সোচ্চার ছিল।
আমরা বিগত সময়ের অভিজ্ঞতাকে সঞ্চয় করে ২০১৯ সালে বছরব্যাপী আবৃত্তি অনুষ্ঠান, সেমিনার, প্রতিযোগিতা, প্রযোজনা ও উৎসব আয়োজনের মধ্য দিয়ে যুগপূর্তির বছরটিকে আরও সৃষ্টিমুখর করে স্মরণীয় করে রাখার উদ্যোগ নিয়েছি। এ ধারাবাহিকতায় আামদের যুগপূর্তি অনুষ্ঠানমালার অষ্টম আয়োজন বঙ্গবন্ধুকে নিবেদিত ‘তারুণ্যের কন্ঠে মৃত্যুঞ্জয়ীর কবিতা’ শীর্ষক আবৃত্তি অনুষ্ঠান আগামী ৯ আগস্ট শুক্রবার শিল্পকলা মিলনায়তনে অনুষ্ঠিত হবে।