গাজায় ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ তদন্ত করার আবেদন আইসিসিতে

12

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রধান কৌঁসুলি ফাতৌ বেনসৌদা বলেছেন, তিনি ফিলিস্তিনের বিভিন্ন এলাকায় যুদ্ধাপরাধের অভিযোগগুলো নিয়ে তদন্ত শুরু করতে চান। দখলকৃত পশ্চিম তীর, পূর্ব জেরুজালেম ও গাজায় ‘যুদ্ধাপরাধ হয়েছিল অথবা হয়ে আসছে’ মন্তব্য করে এ নিয়ে তদন্তে আন্তর্জাতিক আদালতের নির্দেশনাও চাওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন। ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনি কর্তৃপক্ষের করা যুদ্ধাপরাধ একটি অভিযোগ আইসিসি ২০১৫ সাল থেকে খতিয়ে দেখছিল বলে বিবিসি জানিয়েছে। তারই ধারাবাহিকতায় বেনসৌদার এ পদক্ষেপ বলে অনুমান করা হচ্ছে। পশ্চিম তীর, পূর্ব জেরুজালেম ও গাজায় ইসরায়েলের যুদ্ধাপরাধ তদন্তে আইসিসির এ পদক্ষেপকে ‘ভিত্তিহীন’ বলে অভিহিত করেছে তেল আবিব। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক বিবৃতিতে বলেছেন, সদস্য না হওয়ায় ইসরায়েল বিষয়ক তদন্তের এখতিয়ার আইসিসির নেই। এরপরও এমন কোনো সিদ্ধান্ত হলে তা হেগভিত্তিক এ আদালতকে ইসরায়েলবিরোধী রাজনৈতিক সরঞ্জামে পরিণত করবে বলেও মন্তব্য তার। ১৯৬৭ সালের মধ্যপ্রাচ্য যুদ্ধের সময় থেকেই ইসরায়েল পশ্চিম তীর, গাজা ও পূর্ব জেরুজালেম দখল করে রেখেছে।