গাজায় ফিলিস্তিনি টিভির কার্যালয়ে হামলা, ভাঙচুর

34

ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ফিলিস্তিন টিভির কার্যালয়ে সশস্ত্র ব্যক্তিরা হামলা চালিয়েছে। এসময় তারা বিভিন্ন সম্প্রচার যন্ত্রপাতি ভাঙচুর করে। এ ঘটনায় মাহমুদ আব্বাসের সঙ্গে গাজার নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ হামাসের দূরত্ব আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এখবর জানিয়েছে। টেলিভিশন চ্যানেলটির গাজা কার্যালয়ের পরিচালক রাফাত আল-কিদরা জানান, শুক্রবার সকালে পাঁচ ব্যক্তি অফিসে প্রবেশ করে ক্যামেরা, সম্পাদনা ও সম্প্রচারের যন্ত্রপাতি ভাঙচুর করেছে। এগুলোর মূল্য প্রায় দেড় লাখ ডলার।
তিনি বলেন, যারাই গাজা নিয়ন্ত্রণ করুক না কেন তাদের উচিত সবার জন্য নিরাপত্তা নিশ্চিত করা। এই টেলিভিশন চ্যানেল থেকে পশ্চিমা সমর্থিত ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সমর্থনে বিভিন্ন অনুষ্ঠান প্রচার করা হয়। এই কার্যালয়ের বিদ্যুতের উৎস দখলকৃত পশ্চিমতীর। কর্মকর্তারা হামলার পরপরই হামাসকে দায়ী করেছেন। ফিলিস্তিনি ব্রডকাস্ট কর্পোরেশনের (পিবিসি) চেয়ারম্যান আহমেদ আসাফ বলেন, এই ষড়যন্ত্রের সঙ্গে হামাস নিবিড়ভাবে যুক্ত। অবশ্য আসাফ বা পিবিসি হামাসের সংশ্লিষ্টতার বিষয়ে কোনও প্রমাণ হাজির করতে পারেনি। আর হামাস কর্মকর্তারা এই হামলার নিন্দা জানিয়েছেন।