গাউসুল আজম হযরত সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারীর (ক)’র চেহলাম শরীফ

417

ঐতিহ্যবাহী মাইজভান্ডার দরবার শরীফের অধ্যাত্নক শরাফতের প্রতিষ্ঠা ও মাইজভান্ডারী তরিকার মহান প্রবর্তক ইমামুল আউলিয়া গাউসুল আজম হযরত মাওলানা শাহসুফি সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারী (কঃ)-এর চেহলাম গত ২৬ জানুয়ারি রোজ শনিবার মাইজভান্ডার দরবার শরীফে গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের মনোনীত মোন্তাজেম, জিম্মাদার, সাজ্জাদানশীন ও আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভান্ডারীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি আলহাজ্ব শাহসুফি ডা. সৈয়দ দিদারুল হক মাইজভান্ডারীর ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয়। সকাল হতে বিভিন্ন ফল-ফলাদি, মিষ্টি ও খাদ্য সামগ্রী নিয়ে আশেক ভক্ত জায়েরীনরা গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের সম্মুখস্থ মাইজ ভান্ডার শাহী ময়দানে সমবেত হয়। গাউসুল আজম মাইজভান্ডারীর প্রতি ভক্তি শ্রদ্ধা জানানোর এই প্রথা ”ফলারফাতো” নামে ইতোমধ্যে দরবারের এক প্রতিষ্ঠিত প্রথাও কৃষ্টিতে পরিণত হয়েছে। ওয়াক্তিয়া নামায শেষে বাদ মাগরিব গাউসুল আজম মাইজভান্ডারীর রওজা শরীফে জেয়ারত, তাওয়াল্লোদে গাউছিয়া ও মীলাদে নববীর মাধ্যমে ওরশ শরীফের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন সাজ্জাদানশীনে দরবারে গাউসুল আজম মাইজভান্ডারী আলহাজ¦ শাহসুফি ডা. সৈয়দ দিদারুল হক মাইজভান্ডারী, নায়েবে মোন্তাজেম শাহাজাদা সৈয়দ হোসাইন রাইফ নুরুল ইসলাম রুবাব, আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউসে মাইজভান্ডারীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ, জেলা, দায়রা ও আঞ্চলিক শাখার সদস্যবৃন্দ। বিজ্ঞপ্তি