গাউসিয়া সমিতির নগর কার্যালয় উদ্বোধন

38

আহলে সুন্নাত ওয়াল জামাআ’ত বাংলাদেশের মহাসচিব আল্লামা সৈয়দ মুহাম্মদ মছিহুদ্দৌলা (মুজিআ) বলেছেন, কীর্তিমানদের কেউ স্মরণ করুক আর নাই করুক, রেখে যাওয়া কর্মই তাদের বাঁচিয়ে রাখে। সফল ব্যক্তির জীবন চিত্র আলোচনা ও স্মরণের মাধ্যমে তাদের প্রতি কৃতজ্ঞতা জানালে আরো সফল ও কীর্তিমান ব্যক্তির জন্ম হয়। গাউসিয়া সমিতি বাংলাদেশের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হযরত সৈয়দ মুহাম্মদ শামসুল হুদা (রহ.) আজীবন দ্বীন ইসলামের খেদমত করেছেন।
সোমবার সকালে গাউসিয়া সমিতি বাংলাদেশ চট্টগ্রাম মহানগর কার্যালয় উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মহানগর সভাপতি মুহাম্মদ নুরুল আলম মোল্লার সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন শাহজাদা সৈয়দ মুহাম্মদ তাওসিফুল হুদা। মাওলানা মুহাম্মদ আলী শাহ্ নেছারী এবং এ কে এম বখতিয়ারের যৌথ সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন প্রভাষক মাওলানা তারেকুল ইসলাম আলকাদেরী। উপস্থিত ছিলেন মুহাম্মদ জাহেদুল ইসলাম চৌধুরী, মুহাম্মদ জহির উদ্দিন বাবর, মুহাম্মদ মফিজুল ইসলাম, মুহাম্মদ ফারুক, মুহাম্মদ সারওয়ার আলম, মুহাম্মদ মঈন উদ্দিন, মুহাম্মদ নাজিম উদ্দিন, অধ্যাপক মুহাম্মদ সাইফুল ইসলাম মাসুদ, মুহাম্মদ কামাল উদ্দিন, মুহাম্মদ জাহাঙ্গীর, মুহাম্মদ শাহ্ জালাল, মুহাম্মদ মুসলিম উদ্দিন, মুহাম্মদ গোলাম মোস্তফা, মুহাম্মদ আবু জাফর, মুহাম্মদ নাছির উদ্দিন, মুহাম্মদ ফিরোজ, মুহাম্মদ আব্দুল গফুর, মুহাম্মদ আজিম উদ্দিন, মুহাম্মদ ইছমাইল, মুহাম্মদ সালামত আলী, মুহাম্মদ নেজাম উদ্দিন, মুহাম্মদ নুরুল হায়দার, মুহাম্মদ মাছুমুর রশিদ কাদেরী, মুহাম্মদ মিজানুর রহমান প্রমুখ।
শেষে মুনাজাত পরিচালনা করেন সৈয়দ মুহাম্মদ মছিহুদ্দৌলা (মুজিআ)।