গাউসিয়া কমিটির সব সভা ও মাহফিল স্থগিত

34

বাংলাদেশসহ বিশ্বব্যাপী করোনা ভাইরাসের মত মরণব্যাধির প্রাদূর্ভাবের কারণে সর্বো”চ সতর্কতার জন্য গাউসিয়া কমিটি বাংলাদেশ আজ থেকে দেশ-বিদেশের সকল শাখার জনসমাগম হয়- এমন যেকোন কর্মসুচি ¯’গিত করেছে। সংগঠনটির মহাসচিব স্বাক্ষরিত এ বিবৃতিতে উল্লেখ করা হয়, গত ২১ মার্চ ২০২০ সকালে সংগঠনের চেয়ারম্যান পেয়ার মোহাম্মদ কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরি সভায় সিদ্ধান্ত হয় যে, করোনা ভাইরাস নোভেল কোভিড-১৯এর প্রাদূর্ভাব বিশ্বব্যাপী মহামারী ধারণ করেছে। এ অবস্থায় সকলকে নিজের জীবন হেফাজত করা একান্ত আবশ্যক। বাংলাদেশ সরকারসহ বিশ্ব স্বা¯’্য সং¯’ার নির্দেশনা মেনে গাউসিয়া কমিটির দেশ ও দেশের বাইরের সকল শাখাকে আজ ২১ মার্চ থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সংগঠনের সকল আনুষ্ঠানিক কার্যক্রম, সভা-সন্মেলন, কাউন্সিল, দাওয়াতে খায়ের কর্মসূচিসহ জনসমাবেশ ঘটে এমন যেকোন কর্মসূচি স্থগিত করা হয়েছে। একই সাথে সংগঠনের পক্ষ থেকে আজ ২২ মার্চ থেকে সচেতনতামূলক লিফলেট ও এ মহমারি থেকে রক্ষায় বিভিন্ন দোয়া-দরুদ সম্বলিত লিপলেট, স্যানিটাইজার মাস্ক বিতরণ করা হবে। এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য সংগঠনের মহাসচিবের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়। নেতৃব”ন্দ দেশের সকল জনগণসহ ধর্মপ্রাণ মুসলমানদের জীবন হেফাজত ও মহাসমারি থেকে রক্ষার জন্য আল্লাহর দরবারে দোয়া করেন। সভায় উপ¯ি’ত ছিলেন, সিনিয়র ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ারুর হক, মহাসচিব শাহজাদা ইবনে দিদার, যুগ্ম মহাসচিব এডভোকেট মোছাহেব উদ্দিন বখতেয়ার, চট্ট৬গ্রাম মহানগরের আহবায়ক সেকান্দর মিয়া, সদস্য সচিব, সাদেক হোসেন পাপ্পু, উত্তরের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা ইয়াছিন হায়দরী, সাধারণ সম্পাদক এড. জাহাঙ্গির আলম চৌধুরী, দক্ষিণের সাধারণ সম্পাদক মাস্টার হাবিব উল্লাহ প্রমূখ। বিজ্ঞপ্তি