গাউছিয়া কমিটি চট্টগ্রাম জেলা আইনজীবী শাখার মানববন্ধন

14

গাউছিয়া কমিটি চট্টগ্রাম জেলা আইনজীবী শাখার ব্যবস্থাপনায় ফিলিস্তিনের অসহায় মুসলমানদের উপর বর্বর ইসরায়েলী হত্যাকান্ড জুলুম নির্যাতন ও মুসলমানদের প্রথম কিবলা বায়তুল মুকাদ্দাস অবৈধ দখলদার মুক্ত করার দাবীতে ১৮ অক্টোবর দুপুর ১২টায় কোর্ট হিল সোনালী ব্যাংক চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, মুসলমানদের স্বার্থ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। ওআইসি,আরবলীগ ও জাতিসংঘের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেন বক্তারা এবং তাদের ভুমিকায় ক্ষোভ প্রকাশ করেন। মানববন্ধনে মুসলিম রাষ্ট্রগুলোকে আলাদা জোট গঠন করার আহবান জানানো হয়। গাউছিয়া কমিটি চট্টগ্রাম জেলা আইনজীবী শাখার সভাপতি অ্যাড. মোহাম্মদ লিয়াকত আলীর সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন গাউছিয়া কমিটির কেন্দ্রীয় চেয়ারম্যান পেয়ার মোহাম্মদ (সাবেক কমিশনার)। উদ্বোধক ছিলেন বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাড. ইব্রাহিম হোসেন বাবুল। বিশেষ অতিথি ছিলেন অ্যাড. মুহাম্মদ মুজিবুল হক, চট্টগ্রাম জেলা পিপি ও চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি শেখ ইফতেখার সাইমুল চৌধুরী। প্রধান বক্তা ছিলেন অ্যাড. মোছাহেব উদ্দিন বখতিয়ার।
মানববন্ধনে স্বাগত বক্তব্য দেন এম. ফয়েজ উদ্দিন চৌধুরী। বক্তব্য দেন অ্যাড. কাজী নজমুল হক, অ্যাড. নূরুল ইসলাম, অ্যাড. কিরণ তৈয়ব, অ্যাড. ইয়াছিন খোকন, অ্যাড. রাশেদ ফারুকী, অ্যাড. এরশাদুর রহমান রিটু, অ্যাড. দিদারে আলম, অ্যাড. মোজাম্মেল ফারুকী, অ্যাড. আলী আক্কাস,অ্যাড. গোলাম ফারুক, অ্যাড. রাশেদুল ইসলাম, অ্যাড. আজম খান, অ্যাড. মাসুদুল আলম বাবলু, অ্যাড. শহিদুল আলম, অ্যাড. আজম খান, অ্যাড. ইসহাক, অ্যাড. এডিএম আরুছুর রহমান, অ্যাড. মোতাহের হোসেন রাসিফ, অ্যাড. আরিফ, অ্যাড. এস এম আরমান মহিউদ্দিন, অ্যাড. মোজাম্মেল হক, অ্যাড. ফরহাদ, অ্যাড. কামরুন নাহার, অ্যাড. হামিদা চৌধুরী লুনা, অ্যাড. সৌরভ ও রোকন উদ্দিন জুয়েল প্রমুখ। মানববন্ধন সঞ্চালনা করেন জি এম শাহাদত হোসাইন মানিক। মানববন্ধনে কয়েকশত আইনজীবী অংশগ্রহণ করেন। পরে ইসরাইলের পতাকায় আগুন দিয়ে ক্ষোভ প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তি