গহিরা উচ্চ বিদ্যালয়ে পুরস্কার বিতরণী

182

রাউজানের ঐতিহ্যবাহি শিক্ষা প্রতিষ্ঠান গহিরা এ.জে.ওয়াই.এম.এস বহুমূখী উচ্চ বিদ্যালয়ের পুরস্কার বিতরনী ও বার্ষিক ক্রীড়ানুষ্ঠান বিপুল সংখ্যক অভিভাবক ও দর্শকের উপস্থিতিতে গত রবিবার বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে উদ্বোধনী নৃত্য, জাতিয় সঙ্গীত পরিবেশন, কুচকাওয়াজ, বেলুন, কবুতন উত্তোলন, মশাল প্রজ্জ্বলন, শিক্ষার্থীদের নিয়ে রাউজানের মানচিত্র প্রদর্শী, উদ্বোধনী ডিসপ্লেসহ নানা অনুষ্ঠানের আয়োজন করে প্রতিবছরের ন্যায় এবারও উপজেলায় ক্রীড়ানুষ্ঠানের শীর্ষে রয়েছে এ বিদ্যালয়। এসব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রেলপথ মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ডা. দীপক সরকারের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হাবিবুল হক। বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক এসএম আলতাফ হোসেন ও সিনিয়র শিক্ষক কামাল উদ্দিনের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফৌজিয়া খানম মিনা, রাউজান থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কেপায়েত উল্লাহ, রাউজান উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও কাউন্সিল কাজী মোহাম্মদ ইকবাল, যুগ্ম সাধারণ সম্পাদক ও রাউজান পৌরসভার প্যানেল মেয়র আলহাজ বশির উদ্দিন খান, রাউজান পৌরসভা আওয়ামীলীগের সভাপতি নজরুল ইসলাম চৌধুরী, উরকিচর ইউপি চেয়াম্যান সৈয়দ আবদুল জব্বার সোহেল, মুক্তিযোদ্ধা ইউসুফ খান চৌধুরী, রাউজানের শ্রেষ্ঠ এসএমসি সভাপতি মোজাম্মেল হক খোকন, আওয়ামীলীগ নেতা শ্যামল দত্ত, রাউজান পৌরসভা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুছা আল খান চৌধুরী, আজিজ উদ্দিন ইমু, রাউজান উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন চৌধুরী পিবলু, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য কেএম নওশাদ, মো.জসিম উদ্দিন, গিয়াস উদ্দিন রোকন, জয়নাব বেগম, নুরুল আবছার মিয়া, শিক্ষক প্রতিনিধি রাজু ভট্টচার্য্য, সুপ্রিয়া রানী দেবী, সুনন্দা বড়–য়া, শিক্ষক স্মৃতি কনা বিশ্বাস, নেপাল চন্দ্র নাথ, বিকাশ কুমার দে, ফাতেমা সুলতানা, নিগার সুলতানা, রাজু ভট্টচার্য্য, সুনন্দা বড়–য়া, ফজলুল হক, রুবেল দাশ, শ্যামলী বিশ্বাস, মোস্তাফা চৌধুরী, টুটুল কান্তি চৌধুরী, মিরাজুর রহমান, সাহেদুল আলম, মুহাম্মদ মহিউদ্দিন, মোবারক উল্লাহ খান, মুজিবুদ্দৌলা চৌধুরী, ইকবাল হোসেন, মৌলানা রাশেদ মিয়া, শিক্ষার্থীদের মধ্য বক্তব্য রাখেন তারমিন আকতার, ফাহিমা মান্নান মায়া, সামিরা সুলতানা, সুমাইয়া নাসরিন মিম, সায়মা আকতার, আয়েশা আকতার, ফারজানা মমতাজ, সিফাত জাহান। এতে পবিত্র কোরআন তেলোয়ান করেন ৮ শ্রেণীর শিক্ষার্থী ফারহান আহমেদ, গীতা পাঠ করেন এসএসপি পরীক্ষার্থী নিপা দে, ত্রিপিটক পাঠ করেন ৬ষ্ঠ শ্রেনীল শিক্ষার্থী পার্বন বড়ুয়া। শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশ নেওয়া ক্রীড়াগুলো হচ্ছে সাতার প্রতিযোগিতা, ১০০ মিটার দৌড়, দলীয় নৃত্য, ৪০০ মিটার দৌড়, গেরিলা ডিসপ্লে, বিস্কিট খেলা, মার্বেল চামচ দৌড়, কুপন ড্র, সাইকেল রেইস বালিকা, পানি নিয়ে দৌড়, বস্তা নিয়ে দৌড়, নাগিন নৃত্যু, হাড়ি ভাঙ্গা, স্কিপিং দৌড়, তিন পায়ে দৌড়, ছাত্রীদের স্কিপিং দৌড়, মিউজিক্যাল পিলো, রিলে দৌড়, উল্টো দৌড়, যেমন খুশি তেমন সাজো।