গণ-অধিকার ফোরাম পাঁচলাইশ থানার লিফলেট বিতরণ

67

গণ-অধিকার ফোরামের উপদেষ্টা ও বিজিএমইএ’র সাবেক প্রথম সহ-সভাপতি আলহাজ এরশাদ উল্লাহ বলেন, ৭০ লক্ষ নগরবাসীকে পানি ও বিদ্যুতের দাম বাড়িয়ে জনদুর্ভোগে ঠেলে দিবেন না। ইতোপূর্বে পানি, বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ানোর ফলে অধিকাংশ গ্রাহক বিপাকে পড়েছে। আবার নতুন করে দাম বাড়ানো হলে মানুষের স্বাভাবিক জীবনযাপন ও চলার গতি বন্ধ হয়ে যাবে। জনগণের সাথে আলাপ আলোচনা ও গণশুনানি না করে এভাবে দাম বাড়ানোর এখতিয়ার সেবা সংস্থার নাই। গত ২৩ অক্টোবর গণ-অধিকার ফোরাম পাঁচলাইশ থানার উদ্যোগে পাঁচলাইশ আবাসিক ও কমার্শিয়াল এলাকায় বিদ্যুৎ ও ওয়াসা গ্রাহকদের মাঝে লিফলেট বিতরণের পূর্বে এক সভা সংগঠনের আহŸায়ক অধ্যাপক আলহাজ্ব মোহাম্মদ মনজুরুল আলম মনজুর সভাপতিত্বে তাঁর শুলকবহরের বাসভবনের সম্মুখস্থ চত্বরে অনুষ্ঠিত হয়। পরিচালনায় ছিলেন ফোরামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মোহাম্মদ ইসমাইল। লিফলেট বিতরণের পূর্বে আয়োজিত গ্রাহক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে গণ-অধিকার ফোরামের উপদেষ্টা ও বিজিএমইএ’র সাবেক প্রথম সহ-সভাপতি আলহাজ এরশাদ উল্লাহ উপরোক্ত কথাগুলো বলেন। গ্রাহক সমাবেশে প্রধান বক্তার বক্তব্য দিতে গিয়ে গণ-অধিকার ফোরামের মহাসচিব এম এ হাশেম রাজু বলেন, ওয়াসা কর্তৃপক্ষ জনগণের সাথে আলোচনা ছাড়াই পানির মূল্য বৃদ্ধির যে প্রস্তাবনা ক্যাবিনেটে পাঠিয়েছেন তা অনতিবিলম্বে প্রত্যাহার করে নিয়ে আসুন। অন্যথায় নগরবাসীকে নিয়ে ওয়াসা কর্তৃপক্ষের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণ-অধিকার ফোরাম চট্টগ্রাম মহানগর সভাপতি আবু মোহাম্মদ হোসেন চৌধুরী। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফোরামের যুগ্ম মহাসচিব আর ইউ চৌধুরী শাহীন, যুগ্মা মহাসচিব জাফর আহম্মেদ, যুগ্ম মহাসচিব সাবেক ছাত্রনেতা সোলায়মান বাদশা, সহকারী মহাসচিব মোহাম্মদ ইউসুফ, সহকারী মহাসচিব মোহাম্মদ নুরুন্নবী, সহকারী মহাসচিব মোহাম্মদ ওমর ফারুক, সহকারী মহাসচিব মোহাম্মদ আলমগীর, গণ-অধিকার ছাত্র ফোরামের কেন্দ্রীয় সহ-সভাপতি মোহাম্মদ রিদওয়ান আলী, সহ-সম্পাদক মোহাম্মদ শাহজাহান, মোহাম্মদ ফজল কবির, অফিস সম্পাদক মোহাম্মদ জয়নাল আবেদীন, সহ-আইন বিষয়ক সম্পাদক এড. জসিম উদ্দিন প্রমুখ। গ্রাহক সমাবেশ শেষে গ্রাহকদের ঘরে ঘরে লিফলেট বিতরণ করা হয়। এতে সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে। বিজ্ঞপ্তি