গণহত্যা দিবসে মুক্তিযুদ্ধের ইতিহাস ও সাহিত্য চর্চা পরিষদের সভা

40

১৯৮৮ সালে ২৪ জানুয়ারি বর্তমান প্রধানমন্ত্রী তৎকালীন বিরোধীদলীয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যা করার প্রয়াসে স্বৈরশাসক এরশাদের নির্দেশে চট্টগ্রামে লালদীঘির মাঠে আহুত জনসভায় এলোপাতারি গুলি করে নিরহ ২৪ জন মানুষকে হত্যা করা হয়। পরবর্তীতে হত্যাকারীদেরকে প্রশাসনের বিভিন্ন লোভনীয় পদে সম্মানিত করা হয়। সেদিনের সে নির্মম হত্যাকান্ড তথা চট্টগ্রাম গণহত্যা দিবসে শহীদের স্মরণে মুক্তিযুদ্ধের ইতিহাস ও সাহিত্য চর্চা পরিষদের উদ্যোগে পুস্পমাল্য অর্পন ও আলোচনা সভা গত ২৫ জানুয়ারি কোর্ট বিল্ডিংস্থ শহীদ স্মৃতিসৌধ স্মৃতি ২৪ চত্বরে সংগঠনের সভাপতি এম নুরুল হুদা চৌধুরীর সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন হাসান মুরাদ ছোট ভাই আবুল হাসান, মহানগর শ্রমিকলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, এড. এনায়েত উল্লাহ, এড. খুশি চৌধুরী, এড. রোকসানা আক্তার, ডা. এ.কে.এম ফজলুল হক সিদ্দিকী, ডা. চন্দন দত্ত, সাংস্কৃতিক সম্পাদক মো. কোরবান আলী, নির্বাহী সদস্য মো. মামুন, মো. হাসান, কে.এইচ.এম তারেক প্রমুখ। বিজ্ঞপ্তি