গণপরিবহণে যাত্রীসেবা নিশ্চিত করতে হবে

41

উন্নত যাত্রী সেবার লক্ষ্যে ৬নং রুটে লুসাই পরিবহন কাউন্টার স্পেশাল সার্ভিস গত ৩ ডিসেম্বর মঙ্গলবার বেলা ১২টায় লাল দিঘী পাড় থেকে যাত্রা শুরু করে। যাত্রা শুরুর প্রাক্কালে উক্ত পরিবহনের উদ্বোধন করেন প্রধান অতিথি ট্রাফিক বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার এস এম মোস্তাক আহমেদ খান বিপিএম (বার)।
এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লুসাই পরিবহন লিমিটেডের সভাপতি মো: বদিউল আলম মজুমদার (বাদল)। প্রধান অতিথি মোস্তাক আহমেদ খান বলেন, গণপরিবহনে হয়রানিমুক্ত যাত্রী বান্ধব সেবা নিশ্চিত করার লক্ষ্যে পরিবহন মালিক শ্রমিকদের এগিয়ে আসতে হবে। যাত্রী এবং পরিবহন মালিক শ্রমিকদের মধ্যে কোন দূরত্ব থাকা চলবে না। পরিবহন মালিক শ্রমিক ও যাত্রীদের মিলিত প্রচেষ্টায় যানবাহনে শৃঙ্খলা ও যাত্রীদের নিরাপত্তা ফিরিয়ে আনতে হবে।
লুসাই পরিবহন সর্বোচ্চ যাত্রী সেবা নিশ্চিত করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এসময় বিশেষ অতিথি ছিলেন ট্রাফিক উত্তরের উপ-পুলিশ কমিশনার মো: আমির জাফর, ট্রাফিক বন্দরের উপ-পুলিশ কমিশনার মো: তারেক আহমেদ, টি আই প্রশাসন উত্তর মোহাম্মদ মহিউদ্দিন খান, টিআই কোতোয়ালী নুরুল আবছার, বাংলাদেশ জাতীয় সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম সিলেট পূর্বাঞ্চল কমিটির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, কালুরঘাট মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক জাহিদুর নুর কাদেরী, সিটি বাস মিনি বাস ওনার্স মালিক সমিতির সভাপতি তরুণ দাশ গুপ্ত বানু, শ্রমিক নেতা ইয়াসির মিয়াজী, হিউম্যান হুলার সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি শাহ-আলম হাওলাদার, সাধারণ সম্পাদক সাবের আহমদ টারজান, লুসাই পরিবহন সমিতির সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম সমু, যুগ্ম সাধারণ সম্পাদক মো: সিরাজুদৌল্লাহ নিপু প্রমুখ নেতৃবৃন্দ। সভাপতির বক্তব্যে বদিউল আলম মজুমদার বলেন, সড়ক দুর্ঘটনার জন্য কেবল চালকই দায়ী নয়। ত্রূটিপূর্ণ সড়ক ও পথচারীদের অসচেতনতাও সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ। উপযুক্ত চালকদের লাইসেন্স প্রদানে ঘাপলা হলে চালক সংকট লেগেই থাকবে। তাই লাইসেন্স প্রক্রিয়াকে সহজ ও দুর্নীতিমুক্ত করতে হবে। লুসাই পরিবহন যাত্রীদের সর্বোচ্চ সেবা দিতে প্রস্তুত বলে তিনি উল্লেখ করেন। বিজ্ঞপ্তি