গণঅধিকার ফোরামের প্রস্তুতি সভা

56

আগামী ২৫ জানুয়ারি চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে অর্থনীতির প্রবেশ দ্বার কর্ণফুলী নদী, প্রাকৃতিক নদী মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীকে যৌথভাবে জাতীয় নদী ঘোষণার দাবি ও দূষণমুক্ত রাখার লক্ষ্যে মানববন্ধন কর্মসূচি উপলক্ষে গতকাল বিকাল ৪টায় গণঅধিকার ফোরাম কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনের উত্তর দক্ষিণ মহানগর শাখার যৌথ প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন নগর শাখার সভাপতি আবু মোহাম্মদ হোসেন চৌধুরী। উত্তর জেলার আহব্বায়ক মো. নুরুল হাকিম লোকমানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে গণঅধিকার ফোরামের চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, অর্থনীতির প্রাণ কর্ণফুলি নদী বাঁচলে বাংলাদেশ বাঁচবে। প্রস্তুতি সভায় প্রধান বক্তা ছিলেন সংগঠনের মহাসচিব এম এ হাশেম রাজু। বক্তব্য দেন সংগঠনের দক্ষিণ জেলার যুগ্ম আহব্বায়ক নুর মোহাম্মদ দোহাজারী, যুগ্ম আহব্বায়ক নওশা মিয়া, উত্তর জেলার আহব্বায়ক অধ্যাপক রফিকুল ইসলাম, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মো. ইসমাইল, মো. সোলায়মান বাদশা, ছাত্র বিষয়ক সম্পাদক সালাহ উদ্দিন শাহেদ, শ্রম বিষয়ক সম্পাদক মো. রফিকুল ইসলাম, মো. সালাহ্ উদ্দিন, জানে আলম, নুরুন্নবী প্রমুখ। বিজ্ঞপ্তি