খড়ের গাদায় আগুন দিলেন ট্রাম্প : বাইডেন

55

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘খড়ের গাদায় আগুন লাগিয়েছেন’ বলে মন্তব্য করেছেন দেশটির আসছে নির্বাচনের প্রেসিডেন্ট প্রার্থী প্রবীণ রাজনীতিবিদ জো বাইডেন। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে বাগদাদ বিমানবন্দরে মার্কিন হামলায় ইরানি জেনারেল কাসেম সোলেমানি নিহত হওয়ার পর এ কথা বললেন বাইডেন। যুক্তরাষ্ট্রের সাবেক দুই বারের ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন বিবৃতিতে বলেন, মার্কিন প্রশাসন বিবৃতিতে বলেছে, এই হামলার লক্ষ্য ইরানের ভবিষ্যতের আক্রমণ প্রতিরোধ করা। কিন্তু আমি বলব, এই পদক্ষেপটি অবশ্যই প্রায় বিপরীত প্রভাব ফেলবে।
তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প সবেমাত্র খড়ের গাদায় শক্তিশালী একটি বিস্ফোরক (ডিনামাইট) নিক্ষেপ করেছেন। এতে করে তিনি আমেরিকান জনগণের কৌশল এবং আমাদের সেনা ও দূতাবাসের কর্মীদের সুরক্ষিত রাখার পরিকল্পনা বাধাগ্রস্ত করেছেন। আমাদের জনগণ, আমাদের স্বার্থ- উভয়ই দেশ-বিদেশে হুমকিতে পড়তে পারে। রাতে রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানি বিপ্লবী গার্ড বাহিনীর এলিট কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলেমানিকে হত্যা করা হয়। এরপর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে কাসেম সোলেমানিকে হত্যা করা হয়েছে বলে নিশ্চিত করে পেন্টাগন। তার মৃত্যুর পর মার্কিন পতাকার একটি ছবি টুইটারে পোস্ট করেছেন ডোনাল্ড ট্রাম্প। তবে বিস্তারিত কিছু বলেননি।