খেলা শুরু ১৫ মিনিট পর!

33

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের যে কোনো অনুষ্ঠানই নির্ধারিত সময়ে শুরু হওয়ার নজির কম। কখনো কখনো এক-দেড় ঘণ্টা পর শুরু হয় তাদের অনুষ্ঠান। তা হোক সংবাদ সম্মেলন কিংবা সভা-সেমিনার। এটা বাফুফে অভ্যাসে পরিণত হওয়ায় আন্তর্জাতিক টুর্নামেন্টও বাদ পড়েনি এ অনিয়ম থেকে। সোমবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ মহিলা আন্তর্জাতিক গোল্ডকাপ ফুটবলের উদ্বোধনী ম্যাচ শুরুর সময় ছিল সন্ধ্যা ৬টা। অথচ শুরু হয়েছে নির্ধারিত সময়ের ১৫ মিনিট পর, সোয়া ৬টায়। টুর্নামেন্ট উদ্বোধন করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। উপস্থিত ছিলেন বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন, সিনিয়র সহ-সভাপতি আবদুস সালাম মুর্শেদী, সহ-সভপাতি কাজী নাবিল আহমেদ, মহিউদ্দিন আহমেদ মহি, ফিফা কাউন্সিল মেম্বার ও বাফুফের মহিলা কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ, টুর্নামেন্টের স্বত্বাধিকারী কে-স্পোর্টসের সিইও এম ফাহাদ করীম ও বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ।