‘খেলাধুলা অপরাধ কমিয়ে সুন্দর সমাজ প্রতিষ্ঠায় ভূমিকা রাখে’

25

কেরানীহাট মা-শিশু জেনারেল হসপিটালের নির্বাহী চেয়ারম্যান ও উত্তর সাতকানিয়া যুবলীগ সাধারণ সম্পাদক ওসমান আলী বলেছেন, মানুষের জীবনে বিশেষ করে ছাত্র-যুবকদের জন্য খেলাধুলা খুবই প্রয়োজন। কেননা পড়ালেখার পাশপাশি খেলাধুলায় আকৃষ্ট হলে ছাত্র যুবকরা মাদকের দিকে যাবেনা। আর ছাত্র যুবকরা মাদকমুক্ত থাকলে একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠা অনেকটাই সহজ হয়ে যায়।
তিনি গতকাল শুক্রবার বিকালে সাতকানিয়ার ঢেমশা ইউনিয়নের উন্নয়ন ঢেমশা আলমগীর পাড়া উন্নয়নমূলক সংগঠনের উদ্যোগে ২য় বারের মত আয়োজিত গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। সাতকানিয়া যুবলীগের সহ-সভাপতি আব্দুস সোবহানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কেরানীহাট মা-শিশু জেনারেল হসপিটালের ম্যানেজিং ডাইরেক্টর সাংবাদিক শহীদুল ইসলাম বাবর, কেরানীহাট প্রগতিশীল ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর সাবেক সাধারণ সম্পাদক মাস্টার জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক সাংবাদিক মনজুর আলম, সহ-সভাপতি নুরুল আবছার, বিশিষ্ট ব্যবসায়ী জিয়াউল হক ও যুবলীগ নেতা মোহাম্মদ আলমগীর।