খুলনা টাইটানসের অনুশীলন শুরু আগামীকাল

47

আগামী ৫ জানুয়ারি শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসর। তার দুদিন আগে ৩ জানুয়ারি অনুশীলন শুরু করবে খুলনা টাইটানস। টুর্নামেন্টে খুলনার প্রথম ম্যাচ ৬ জানুয়ারি। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে মাহমুদউল্লাহর দলের প্রতিপক্ষ গতবারের চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স। গতবার সেরা চারে খেলা টাইটানসের কোচ মাহেলা জয়াবর্ধনের মঙ্গলবার অর্থাৎ বছরের প্রথম দিন ঢাকায় আসার কথা। পরদিন আসতে পারেন বিদেশি ক্রিকেটাররা। খুলনা টাইটানসের টিম ম্যানেজমেন্ট জানিয়েছেন এই তথ্য। শিরোপা জয়ের লক্ষ্যে গতবারের চার ক্রিকেটার মাহমুদউল্লাহ, আরিফুল হক, নাজমুল হোসেন শান্ত ও কার্লোস ব্র্যাথওয়েটকে ধরে রেখেছে খুলনা। প্লেয়ার্স ড্রাফটের আগে পছন্দের দুই বিদেশি ডেভিড মালান ও আলী খানকে নিয়েছে তারা। আর ড্রাফট থেকে নিয়েছে জহুরুল ইসলাম অমি, লাসিথ মালিঙ্গা, ব্রেন্ডন টেলর, মাহিদুল হাসান অঙ্কন, আল আমিন জুনিয়র ও শরীফুল ইসলামকে।